ঢাকা মঙ্গলবার, ১৬ মার্চ, ২০২১, ২ চৈত্র ১৪২৭

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad
Janata Bank
Rupalibank

গন্ডামারায় এফ.এস.আই.বি‍‍`র এজেন্ট ব্যাংকিং শাখা উদ্বোধন


Ekushey Sangbad
বাঁশখালী(চট্টগ্রাম) প্রতিনিধি
০২:০৬ পিএম, ১২ মার্চ, ২০২১
গন্ডামারায় এফ.এস.আই.বি‍‍`র এজেন্ট ব্যাংকিং শাখা উদ্বোধন

চট্টগ্রাম জেলার বাঁশখালী উপজেলার গুরুত্বপুর্ন অর্থনৈতিক জোন গন্ডামারা ইউনিয়নে উদ্বোধন করা হয়েছে দেশের শীর্ষস্থানীয় ব্যাংক “ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লি:’র এজেন্ট ব্যাংকিং শাখা।

১১ মার্চ’২১ ইং বৃহস্পতিবার বিকাল ৩ টার সময় উপজেলার গন্ডামারা বাজারের মমতাজ প্লাজার ২য় তলায় অত্যাধুনিক ইন্টেরিয়র ডিজাইনে সুসজ্বিতেএজেন্ট ব্যাংকিং গন্ডামারা ইউনিয়ন শাখা কার্যালয়ে অনুষ্টিত উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন এলাকার বিশিষ্ট সমাজসেবক মাওলানা বশির আহমদ। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গন্ডামারা ইউনিয়নের সুযোগ্য সফল চেয়ারম্যান আলহাজ্ব মো. লেয়াকত আলী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লিমিটেডের ম্যানেজার মো. নাজিম উদ্দীন, গন্ডামারা লবণ উৎপাদনকারী সমবায় সমিতির সভাপতি আবু আহমদ, ইউপি সদস্য আলী নবী, আব্দুল জাব্বার, এইচ এম ওসমান গণী, ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লিমিটেডের এজেন্ট ব্যাংকিং ডাইরেক্টর সৌদি প্রবাসী আলহাজ্ব মো. আব্দুল হালিম, খোকন হাসান তালুকদার, ইফতেখার চৌধুরী, মাঈন উদ্দীন, আমির হোসেন, আবু আহমদ প্রমুখ। 

প্রধান অতিথির বক্তব্যে চেয়ারম্যান মো. লেয়াকত আলী বলেন, ‘ব্যাংকিং সেবাকে সাধারণ মানুষের দোড় গোড়ায় পৌঁছে দিতে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লিমিটেডের এজেন্ট ব্যাংকিং ব্যবস্থা ব্যাংকিং সেবার পূর্নাঙ্গ সুবিধা নিয়ে এখন গ্রাম-গঞ্জের অলি-গলির মানুষের ঘরের দরজায় এসে সেবা দেওয়ায় মাঠে-ময়দানের খেটে খাওয়া মানুষের জন্য সময় ও অর্থের সাশ্রয় ঘটিয়ে ব্যাংকিং সুবিধা গ্রহনের পথ সুগম হয়েছে। শুধুমাত্র আঙ্গুলের ছাপ দিয়েও এই ব্যাংকে একাউন্ট খোলা এবং টাকা উত্তোলন করা যাবে বিধায় সম্পুর্ন নিশ্চয়তার সাথে গ্রাহকরা সহজে লেন-দেন করতে পারবেন। তাছাড়াও বাঁশখালী উপজেলায় গন্ডামারা ইউনিয়ন শিল্পজোনের আওতাভুক্ত এলাকা হওয়ায় অত্র এলাকায় অর্থনৈতিক লেন-দেন বৃদ্ধি পেয়েছে উল্লেখ্যযোগ্য হারে, তাই গন্ডামারা বাজারে ফার্স্ট সিকিউরিটি ব্যাংকের এজেন্ট ব্যাংকিং শাখা উদ্বোধনের সাহসী উদ্যোগ গ্রহন করায় তিনি শাখার ব্যবস্থাপনা পরিচালক সহ সকল পরিচালকদের ধন্যবাদ জানান।

গন্ডামারাবাসীদের সমস্ত লেনদেন এই এজেন্ট ব্যাংকিং শাখার মাধ্যমে করার আহবানও জানান তিনি।

একুশে সংবাদ/এ/আ