News Desk: Early Waking Up matters for success and victory and late waking up means shure fall and unsuccess.Unfortunately we can't wake up in time and always suffer from crisis.As a nation we have history of both success and failures.Our national history is quite rich and inspiring but we tend to forget it at times.
The historians of Bangladesh could not perform their duties writing the true history for the generations.Their primary jobs are to inspire and to guide the nation but they have failed to do it rather they misled the nation with wrong narrations.It is very unfortunate that most of our historians have been working as agents of the neighbouring country since 1971.
The political leaders can't also avoid their responsibilities and they are supposed to give wake up calls to the nation well before the crisis start.But they could never do it in time except Ziaur Rahman who happens to be the only farsighted leader of the nation.
When the nation was in total confusion as to what they should do in March 1971 he for the first time gave the wake up call to the helpless people to rise against the occupational forces and it worked like fire.
The people of the whole country were imbued with the spirit of the Independence . It was Ziaur Rahman who played a historic role giving a timely wake up call to the nation. Whereas the political leaderships miserably failed to perform their duties to alert the people in time.
It was a total failure of the political leadership and India took advantage of the weaknesses of our leaders. And she became the de facto leader of the war. Since then the influence of India has been increased to a great extent.Bur the Indian influence had been severely controlled during the time of Ziaur Rahman and the people felt freedom in all respects of their lives.
The Indian influence was again felt during the regime of Ershad but to a limited scale.Nothing went wrong rather Islamic values and cultures got new life.
We were to a great extent free from Indian hegemonic politics during the administration of Begum Khaleda Zia.The people of the country did not feel any such visible Indian influence in the society except the 21st August incidents of 2005 which was the first test of India.
But the situation turned serious when the Awami League was brought to power in 2008 at the instructions of India by Moinuddin -Fakaruddin illegal government.The Indian politico- military influence was first visible during the historic BDR Carnage and Indian influence in Bangladesh went unchallenged throughout the whole periods of fascist Hasina.
The Muslims were persecuted indiscriminately and Hindus were favoured with sympathy and honour in the society.It was like the period after 1857 when the Muslims alone were blamed and became the victims of British persecutions.On the other hands Hindus were favoured everywhere in the society.
The conditions of the Muslims during the immediate past regime were so miserable that the majority population of the country were treated like a minority by their own government.The Hindu members were preferred in the police as well as judiciary service and they were taken in large numbers in both the sectors of the govt.
It was possible because of the direct influence of India and without any resistance from any quarters.Thus the influence of Hindu officers have increased greatly in the society and so were the conditions of Hindu members of the society. They could quickly increase their religious activities and they were also blessed by the administration.The Escon also had full freedom to work openly in the society of Bangladesh whereas the Muslims were seriously restricted in the name of terrorism.
The immediate past govt. took all these anti Muslim steps only to remain in power with the blessings of Modiji.The recent incidents in Chittagong is the outcome of their present influence in the society and weaknesses of the Muslim Community in Bangladesh. There is nothing to be afraid of if the nation is united with no power can put us in troubles.It is a time for the nationalist force to come forward and give a call for a greater unity of the nation.
In the context of the changed situations we have no alternative but to face the challenges unitedly with wisdom and sagacity .The people must not take law at their own hands and should keep patiece at all cost.The government should take necessary measures to take the culprits into tasks immediately.
The recent Chittagong incident is a clear signal for a greater crisis ahead of us. We are going through a critical moment and the nation must be prepared and rise up against any plot of conspiracy which may hit us any time.May Allah SWT bless and help us to remain united and to face all future calamities with courage and fortitude Inshaallah.
Editor: Military History Journal and Professor of Law and History.
কক্সবাজারের এক ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান পুলিশ দিয়ে পিটিয়ে নৌকায় ভোট নেওয়ার ঘোষণা দিয়েছেন। তার এই বক্তব্যে এলাকায় তোলপাড় সৃষ্টি হয়েছে।
চেয়ারম্যানের ওই বক্তব্যের ভিডিও সোস্যাল মিডিয়া ফেসবুকে রীতিমতো ভাইরাল।
বর্তমান চেয়ারম্যান শাহ আলম এমন দম্ভোক্তিমূলক বক্তব্য দিয়েছেন কক্সবাজারের উখিয়া উপজেলার ৩নং হলদিয়া পালং ইউনিয়নের। তিনি ইউনিয়ন আওয়ামী লীগের প্রস্তাবিত কমিটির সহসভাপতি।
গত ১৬ মার্চ রাত ১১টায় হলদিয়া পালং ইউনিয়নের ৭নং ওয়ার্ডের হাতির ঘোনা এলাকায় আগাম নির্বাচনী প্রস্তুতি সভায় এ বক্তব্য দেন তিনি।
ভিডিওতে চট্টগ্রামের আঞ্চলিক ভাষায় চেয়ারম্যান শাহ আলমকে বলতে শোনা গেছে— নৌকা প্রতীক তার। প্রধানমন্ত্রী শেখ হাসিনা তাকে ঘর থেকে ডেকে নিয়ে নৌকা প্রতীক দেবেন। তিনি অন্য কোনো মার্কায় কাউকে ভোট দিতে দেবেন না। পুলিশ এখন সরকারি গুণ্ডাবাহিনী। এই পুলিশ দিয়ে পিটিয়ে নৌকায় ভোট নেওয়া হবে।
গত ১৬ মার্চ গভীর রাত থেকেই ভিডিওটি ফেববুকে অনেকের টাইমলাইনে ঘুরপাক খাচ্ছে।
নির্বাচনী প্রস্তুতি সভায় চেয়ারম্যান শাহ আলম সংবাদ মাধ্যমকে বলেন, আমার ভাই সাবেক মন্ত্রিপরিষদ সচিব শফিউল আলম। প্রশাসনের প্রতিটি স্তরে স্তরে অনুসারী বসিয়ে গেছেন। আগামী আরও ১০ বছর আমরা ক্ষমতা ভোগ করব।
চেয়ারম্যানের এমন বক্তব্যের বিষয়ে জানতে চাইলে হলদিয়াপালং ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মো. ইসলাম বলেন, বর্তমান চেয়ারম্যানের বক্তব্য সাধারণ মানুষের মাঝে দলের ভাবমূর্তি চরমভাবে ক্ষুণ্ন হয়েছে।
উখিয়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও উপজেলা চেয়ারম্যান হামিদুল হক চৌধুরী বলেন, নৌকার মনোনয়ন কে পাবে তা দলের নির্বাচনী বোর্ড ঠিক করবেন। বঙ্গবন্ধুকন্যা দলীয় সভানেত্রী তার ঘরে এসে নৌকা দিয়ে যাবে এ ধরনের বক্তব্য শিষ্ঠাচারবহির্ভূত। এ ধরনের বক্তব্য দিয়ে তিনি দলীয় সভানেত্রীকে হেয় করেছেন।
হামিদুল হক আরও বলেন, উখিয়াতে আওয়ামী লীগের জনপ্রিয়তা এখন যে কোনো সময়ের চেয়ে অনেক বেশি। জনগণ এমনিতেই নৌকায় ভোট দেবে। স্থানীয় সরকার নির্বাচনে অবাধ, সুস্থ ও নিরপেক্ষ নির্বাচন হবে। জনগণের ভোটাধিকার ক্ষুণ্ন করার সুযোগ কাউকে দেওয়া হবে না।
উখিয়া থানার ওসি আহমেদ সঞ্জুর মোরশেদ বলেন, বাংলাদেশ পুলিশ একটি সুশৃঙ্খল বাহিনী। এই বাহিনী নিয়ে বিরূপ ও অশালীন মন্তব্য না করার জন্য অনুরোধ করছি।
করোনাভাইরাসের দ্বিতীয় টেউ মোকাবিলায় জনগণকে সম্পৃক্ত করতে ‘সর্বদলীয় কমিটি’ গঠনের প্রস্তাব দিয়েছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। শুক্রবার (৯ এপ্রিল) বিকেলে এক ভার্চুয়াল সংবাদ সম্মেলনে তিনি এ প্রস্তাব করেন।
মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, আমরা আবারও প্রস্তাব রাখছি, এখনও সময়ে আছে সর্বদলীয় কমিটি গঠন করে জনগণকে সম্পৃক্ত করুন। তাহলেই শুধুমাত্র এই সমস্যার সমাধান করা সম্ভব হবে। একটা কথা আমরা জোর দিয়ে বলতে চাই, বিশাল চ্যালেঞ্জ তা জনগণের সম্পৃক্ততা ছাড়া মোকাবিলা করা সম্ভব নয়।
তিনি বলেন, আমরা আগেও বলেছি জনগণকে সম্পৃক্ত করতে হলে রাজনৈতিক দল, সংগঠন, ব্যক্তি সব স্তরের মানুষকে সম্পৃক্ত এবং সচেতনতা বৃদ্ধি করতে হবে। মানুষকে করোনার ভয়াবহতা সম্পর্কে ধারণা দিতে হবে। আসুন আমরা জাতীয় ঐক্যমতের ভিত্তিতে এই সঙ্কট মোকাবিলায় উদ্যোগ গ্রহণ করি। মানুষ বাঁচাই, দেশ বাঁচাই।
বিএনপি মহাসচিব বলেন, এখন সবচেয়ে বড় প্রয়োজন মানুষের জীবন ও জীবিকা রক্ষা করা। সরকারের প্রতি আমাদের আহ্বান প্রতিটি ইনফরম্যাল সেক্টরের সঙ্গে যারা উদ্যোক্তা আছেন, তাদেরকে যথেষ্ট পরিমাণ প্রণোদনা দিতে হবে।
শপিংমল, দোকান ও শিল্প কলকারখানার শ্রমিকদের ভাতা প্রদান করতে হবে। যতো দিন করোনা পরিস্থিতি থাকবে বিশেষ করে লকডাউন থাকবে, ততদিন তাদেরকে ভাতা দিতে হবে। যারা একেবারে দিন আনে দিন খায়, তাদেরকে ব্যাপক হারে ত্রাণসামগ্রী আওতায় আনতে হবে।