ঢাকা মঙ্গলবার, ১৬ মার্চ, ২০২১, ২ চৈত্র ১৪২৭

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad
Janata Bank
Rupalibank

মানিকগঞ্জে নিয়ন্ত্রণ হারিয়ে বাস খাদে, নিহত ৩


Ekushey Sangbad
জেলা প্রতিনিধি, মানিকগঞ্জ
০৪:৪০ পিএম, ২২ অক্টোবর, ২০২০
মানিকগঞ্জে নিয়ন্ত্রণ হারিয়ে বাস খাদে, নিহত ৩

মানিকগঞ্জ-সিংগাইর-হেমায়েতপুর আঞ্চলিক সড়কে বাস খাদে পড়ে চালকসহ তিনজন নিহত হয়েছেন। আহত হয়েছেন ২০ জন। বৃহস্পতিবার দুপুর ২টার দিকে সিংগাইর উপজেলার বকচর এলাকায় এই দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন বাসচালক হৃদয় হোসেন (২৮), বাসযাত্রী আনোয়ারা বেগম (৬৫) ও পথচারী নিখিল সরকার (২৫)।

বিষয়টি নিশ্চিত করে সিংগাইর থানার পরিদর্শক (তদন্ত) আবুল কালাম বলেন, দুপুরে ঢাকামুখী একটি যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশের খাদে পড়ে যায়। এ সময় ঘটনাস্থলেই চালকসহ তিনজন মারা যায়। আহতদের উদ্ধার করে বিভিন্ন হাসপাতালে পাঠানো হয়েছে। নিহতদের মরদেহ মানিকগঞ্জ জেলা হাসপাতাল মর্গে পাঠানোর প্রক্রিয়া চলছে বলে জানান তিনি। 

একুশে সংবাদ/কা/এআরএম