মৌলভীবাজাররে জুড়ীতে নদী থেকে আইন অমান্য করে বালু উত্তোলনের দায়ে এক ব্যক্তিকে ৫০হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত।
মঙ্গলবার (১৬ মার্চ) উপজেলার জুড়ী নদীর শিলুয়া ব্রিজের নিচ থেকে বালু উত্তোলন করায় ওই ব্যক্তিকে জরিমানা করেছেন উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আল- ইমরান রুহুল ইসলাম।
উপজেলা ইউএনও অফিস সূত্রে জানা যায়,আইন লঙ্ঘন করে জুড়ী নদীর শিলুয়া ব্রিজের নিচে থেকে বালু উত্তোলন করায় বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন ২০১০ এর ১৫(১) ধারায় অভিযুক্ত ব্যক্তিকে ৫০,০০০ টাকা অর্থদণ্ড করে আদায় করা হয়েছে।
উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আল-ইমরান রুহুল ইসলাম জরিমানার বিষয়টি নিশ্চিত করে বলেন, উক্ত ব্যক্তি ইজারাদারের ম্যানেজারের দায়িত্বে ছিলেন। ইতিপূর্বে ব্রিজের ১০০ মিটারের মধ্য থেকে বালু উত্তোলন না করার জন্য ইজারাদারকে একাধিকবার সতর্ক করা হয়েছিল এবং সীমানা চিহ্নিত করে দেয়া হয়েছিল। কিন্তু নির্দেশনা না মেনে বালু উত্তোলন করায় তাকে জরিমানা করা হয়।
একুশে সংবাদ/ জ.স / এস
আপনার মতামত লিখুন :