ঢাকা মঙ্গলবার, ১৬ মার্চ, ২০২১, ২ চৈত্র ১৪২৭

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad
Janata Bank
Rupalibank
বসলো ৩৭তম স্প্যান

সাড়ে ৫ কিলোমিটার দৃশ্যমান স্বপ্নের পদ্মাসেতু


Ekushey Sangbad
নিজস্ব প্রতিবেদক
০৩:৪৪ পিএম, ১২ নভেম্বর, ২০২০
সাড়ে ৫ কিলোমিটার দৃশ্যমান স্বপ্নের পদ্মাসেতু

পদ্মাসেতুর ৩৭তম স্প্যান বসানোর কাজ শেষ হয়েছে। এতে সেতুর ৫ হাজার ৫৫০ মিটার দৃশ্যমান হলো। বৃহস্পতিবার (১২ই নভেম্বর) বিকেল ২টা ৫০ মিনিটের সময় বসানো হয় পদ্মা সেতুর  ৩৭তম স্প্যান ‘২-সি’।

এ স্প্যানটি বসানো হলে বাকি থাকবে আর মাত্র চারটি স্পেন।  ৩৬তম স্প্যান বসানোর ছয় দিনের মাথায় বসানো হল এ স্পেনটি।
স্পেনটি সেতুর মুন্সীগঞ্জের মাওয়া প্রান্তে ৯ ও ১০ নম্বর পিয়ারের ওপর বসানো হয়েছে।

পদ্মা সেতুর নির্বাহী প্রকৌশলী (মূল সেতু) দেওয়ান মো. আব্দুল কাদের এসব তথ্য নিশ্চিত করেছেন।

নির্বাহী প্রকৌশলী জানান, বৃহস্পতিবার সকাল সারে ১০টার দিকে মাওয়া কুমারভোগ কনস্ট্রাকশন ইয়ার্ড থেকে ভাসমান ক্রেন তিয়াইন-ই ১৫০ মিটার দৈর্ঘ্যের ৩৭তম স্প্যানটি নিয়ে নির্ধারিত পিয়ারের উদ্যেশ্যে রওনা হয়।

পরবর্তী প্রক্রিয়ায় কারিগরি সমস্যা না থাকায় এবং আবহাওয়াসহ সবকিছু অনুকূলে থাকায় বৃহস্পতিবারই স্প্যানটি বসিয়ে দেওয়া হয়।

৩৭তম স্প্যানটি বসানোর পর  আগামী ১৬ নভেম্বর  ১ ও ২ নম্বর পিয়ারে ৩৮তম স্প্যান ‘১-এ’, ২৩ নভেম্বর ১০ ও ১১ নম্বর পিলারে ৩৯তম স্প্যান ‘২-ডি’, ২ ডিসেম্বর ১১ ও ১২ নং পিয়ারে ৪০তম স্প্যান ‘২-ই’ ও ১০ ডিসেম্বর মাসে ১২ ও ১৩ নম্বর পিয়ারে ৪১তম স্প্যান স্প্যান ‘২-এফ’ বসানোর পরিকল্পনা রয়েছে।

একুশে সংবাদ/রা/এআরএম