ঢাকা মঙ্গলবার, ১৬ মার্চ, ২০২১, ২ চৈত্র ১৪২৭

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad
Janata Bank
Rupalibank

পদ্মাসেতুতে ৩৮তম স্প্যান বসানোর কাজ চলছে


Ekushey Sangbad
নিজস্ব প্রতিবেদক
১২:৫৮ পিএম, ২১ নভেম্বর, ২০২০
পদ্মাসেতুতে ৩৮তম স্প্যান বসানোর কাজ চলছে

পদ্মা সেতুতে ৩৮ নম্বর স্প্যান বসানোর কাজ শুরু হয়েছে। স্প্যানটি বসানো হলে মাওয়া পাড়ের সঙ্গে যুক্ত হবে পদ্মা সেতু। বৈরি আবহাওয়া উপেক্ষা করে শনিবার সকাল থেকেই ১ ও ২ নম্বর পিলারে ৩৮ নম্বর স্প্যান বসানোর কাজ চলছে। স্প্যানটি বসানো গেলে দৃশ্যমান হবে প্রায় পৌনে ৬ কিলোমিটার সেতু।

পদ্মা সেতুর ১ নম্বর পিলারটি মাওয়া প্রান্তে ভূমিতে। অন্যদিকে ২ নম্বর স্প্যানটি নদীতে। তাই ভাসমান ক্রেন তিয়ান-ইকে স্প্যান নিয়ে ১ নম্বর পিলারের কাছে আনার জন্য গত এক সপ্তাহের বেশি সময় ধরে নদীর পারে ড্রেজিং করা হয়েছে। যাতে করে সহজেই ক্রেনটি স্প্যান নিয়ে এক ও দুই নম্বর পিলারের মাঝে ভেসে থাকতে পারে।

মোট ৪১ টি স্প্যান দিয়ে তৈরি হচ্ছে পদ্মা বহুমুখী সেতু। আজ ৩৮ নম্বর স্প্যান বসানোর কাজ চলছে। ফলে আর বাকি থাকতে তিনটি স্প্যান।

২০১৪ সালের ডিসেম্বরে পদ্মা সেতুর নির্মাণকাজ শুরু হয়। ২০১৭ সালের ৩০ সেপ্টেম্বর ৩৭ ও ৩৮ নম্বর খুঁটিতে প্রথম স্প্যান বসানোর মধ্য দিয়ে দৃশ্যমান হয় পদ্মা সেতু।

একুশে সংবাদ/ঢা/এআরএম