স্বেচ্ছাসেবী সংগঠন অনির্বাণ ফাউন্ডেশন এর ৪র্থ প্রতিষ্ঠা বার্ষিকী নানা আয়োজনে পালন করা হয়েছে। ৪ঠা ডিসেম্বর শুক্রবার দিন ব্যাপী নানান কর্মসূচির আয়োজন করা হয়। সকাল ৯টায় অনির্বাণ প্রিমিয়ার লীগ ক্রিকেট এর ফাইনাল দিয়ে কর্মসূচি শুরু হয়, দুপুরে স্বেচ্ছাসেবীদের মিলন মেলা আলোচনা সভা ও সম্মাননা প্রদানের মধ্য দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিদ্ধিরগঞ্জ পৌরসভার সাবেক মেয়র ও হোটেল ৭১ এর চেয়ারম্যান আলহাজ্ব আ: মতিন প্রধান, প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন নারায়াণগঞ্জ গ-সার্কেলের (রুপগঞ্জ ও আড়াই হাজার) সিনিয়র সহকারী পুলিশ সুপার মো: মাহিন ফরাজী।
এছাড়াও উপস্থিত ছিলেন অনির্বাণ ফাউন্ডেশন এর প্রধান উপদেষ্টা নুর আলম মুন। এতে সভাপতিত্ব করেন অনির্বাণ ফাউন্ডেশন এর সভাপতি খালেদ মাহমুদ ও সঞ্চালকের দায়িত্ব পালন করেন মো: সাদ্দাম হোসেন। অনুষ্ঠানে অনির্বাণের সকল সদস্য, ভলান্টিয়ার, শুভাকাঙ্ক্ষী, অন্যান্য স্বেচ্ছাসেবী ও সামাজিক সংগঠনসহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ।
একুশে সংবাদ/এআরএম
আপনার মতামত লিখুন :