ঢাকা মঙ্গলবার, ১৬ মার্চ, ২০২১, ২ চৈত্র ১৪২৭

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad
Janata Bank
Rupalibank

ভাস্কর্য ভাঙচুরের প্রতিবাদে রুপগঞ্জে ছাত্রলীগের বিক্ষোভ


Ekushey Sangbad
রুপগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি
০৬:৫৫ পিএম, ৭ ডিসেম্বর, ২০২০
ভাস্কর্য ভাঙচুরের প্রতিবাদে রুপগঞ্জে ছাত্রলীগের বিক্ষোভ

কুষ্টিয়ায় নির্মাণাধীন জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাস্কর্য ভাঙচুর ও অবমাননার প্রতিবাদে কেন্দ্রীয় ছাত্রলীগের কর্মসূচির অংশ হিসেবে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেছে রুপগঞ্জ উপজেলা ছাত্রলীগ।

সেই সভায় গোলাকান্দাইল ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি পদপ্রার্থী বিপ্লব হোসেন এর নেতৃত্বে একটি বিশাল মিছিল অংশগ্রহণ করে ও বিক্ষোভ মিছিল প্রতিবাদ সভা স্লোগানে মুখরিত করে রাখে।

৭ ডিসেম্বর সোমবার বেলা ১১টায় রুপগঞ্জের ভূলতা ফ্লাইওভার এলাকায় বিক্ষোভ মিছিল শুরু হয়ে ঢাকা-সিলেট মহাসড়ক প্রদক্ষিণ করে ওই এলকায়ব বাজারে প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়।

মিছিল পরবর্তী সংক্ষিপ্ত  সমাবেশে সভাপতিত্ব করেন রুপগঞ্জ উপজেলা ছাত্রলীগের উপজেলা ছাত্রলীগের সভাপতি ফয়সাল ও সাধারন সম্পাদক শেখ ফরিদ ভূঁইয়া মাছুম এর সঞ্চালনায় বক্তব্য রাখেন সীতাকুণ্ড উপজেলা ছাত্রলীগের সহ সভাপতি নাজমুল হাসান সবুজ।

আরো বক্তব্য রাখেন সাংগঠনিক সম্পাদক মিরাজ ও রাকিব এবং দপ্তর সম্পাদক সেলিম মাহমুদ।

এ সময় গোলাকান্দাইল ইউনিয়ন ছাত্রলীগ নেতা বিপ্লব হোসেন বলেন, আমরা রুপগঞ্জ উপজেলা ছাত্রলীগ মৌলবাদী অপশক্তিকে প্রতিহত করতে সোচ্চার ও প্রস্তুত।আমরা রাজপথে ছিলাম রাজপথে আছি রাজপথে থেকে এই সকল অপশক্তির বিরুদ্ধে সব সময় দুর্বার প্রতিরোধ গড়ে তুলব। বঙ্গবন্ধুর ভাস্কর্য ভাঙচুরের ঘটনায় জড়িতদের অনতিবিলম্বে আইনের আওতায় এনে শাস্তি নিশ্চিতের দাবি জানান বক্তরা।

একুশে সংবাদ/এআরএম