হাইকোর্টের নির্দেশ অমান্য করে নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার কাঞ্চন পৌরসভা, ভোলাবো, দাউদপুর, রূপগঞ্জ ও কায়েতপাড়া ইউনিয়নের কৃষি জমিতে বালু ভরাট বন্ধের দাবিতে এলাকাবাসী মানববন্ধন করেছে। গতকাল ৯ ডিসেম্বর বুধবার দুপুরে উপজেলার মঠেরঘাট এলাকায় উপজেলা ভূমি অফিসের সামনে তারা এ মানববন্ধন করে। এসময় ভূমিদস্যুদের নিয়োজিত সন্ত্রাসীরা অস্ত্রে সস্ত্রে সজ্জিত হয়ে হামলা চালায়। হামলায় মানববন্ধনকারী ২০ জন কৃষক আহত হয়।
আহত কৃষকদের বিভিন্ন হাসপাতালে চিকিৎসা দেয়া হয়েছে। ভূমিদস্যুদের পক্ষে পুলিশের গ্রেফতার এড়াতে আহত কৃষকদের নাম পরিচয় প্রকাশ করা হয়নি। একপর্যায়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহ্ নুসরাত জাহান আন্দোলনরত কৃষকদের সঙ্গে একাত্যতা প্রকাশ করে মানববন্ধনে অংশ নেয়।
মানববন্ধনে বক্তারা বলেন, হাইকোর্টের নির্দেশ অমান্য করে কৃষি জমি ও জলাশয় ভরাট করা হচ্ছে। জমি না কিনেও বিভিন্ন আবাসন প্রকল্প বালি ভরাট করে কৃষকের দখলে নিচ্ছে। প্রতিবাদ করলেই পুলিশ ও সন্ত্রাসীদের হামলা-মামলার ভয়ে বাড়ি ছাড়তে হয়।
রূপগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহ্ নুসরাত জাহান বলেন, কৃষদের দাবি যৌক্তিক। কৃষি জমিতে বালু ভরাট ও মাটি কাটা সম্পুর্ণ নিষিদ্ধ। হাইকোর্টের আদেশ অনুযায়ী কৃষি জমিতে বালু ভরাট ও মাটি কাটা সম্পুর্ণ নিষেধ। আমি সেই লক্ষ্যেই কাজ করে যাচ্ছি।
একুশে সংবাদ/এআরএম
আপনার মতামত লিখুন :