রূপগঞ্জের মুড়াপাড়া মহাশ্মশানের চেহারা এখন বদলে গেছে, উন্নয়নের ছোঁয়া চারদিকে। যে শশ্মানটি কিছুদিন আগেও ছিল জরাজীর্ণ সেটি এখন উজ্জল প্রাণবন্ত।
এছাড়া মহাশ্মশানে নির্মাণ হয়েছে একটি মন্দির ও মৃত ব্যক্তিকে স্নান করানোর জায়গা। খোঁজ নিয়ে জানা যায়,বর্তমান কমিটির সভাপতি গণেশ সাহা ও সাধারণ সম্পাদক অরুণ মিত্রের প্রচেষ্টায় জরাজীর্ণ এ শশ্মানটি এখন প্রাণবন্ত। তারা দায়িত্ব নেওয়ার পর থেকে শশ্মানের জমি উদ্ধার, মন্দির নির্মাণ, স্নান করানোর জায়গা ও একটি সোলার প্যানেল বসানো ও অনান্য আনুষঙ্গিক উন্নয়নমূলক কাজের চিত্র চোখে পড়ার মত।
খোঁজে নিয়ে আরও জানা যায়, বিগত সময় ধরে অনেক কমিটি বিভিন্ন মেয়াদে থাকলে ও উন্নয়নের কোন চিত্র চোখে দেখা যায় নি যা বর্তমান কমিটির দ্বারা সম্ভভকর হয়ে ওঠে।
এ ব্যাপারে শশ্মান কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদককের সাথে কথা হলে তারা জানান মহাশ্মশানের উন্নয়নে আমাদের কোন ত্রুুটি নেই।শশ্মানের এখন ও কিছু কাজ বাকী রয়েছে সেটা সম্পুর্ন হলে মহাশ্মশানটি আর প্রাণবন্ত ও অধিকতর সুন্দরবও সুর্দশন হয়ে ওঠবে।
একুশে সংবাদ/এআরএম
আপনার মতামত লিখুন :