ঢাকা মঙ্গলবার, ১৬ মার্চ, ২০২১, ২ চৈত্র ১৪২৭

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad
Janata Bank
Rupalibank

বর্তমান কমিটির উন্নয়নে বদলে গেছে রূপগঞ্জের মুড়াপাড়ায় মহাশ্মশানের চিত্র


Ekushey Sangbad
রুপগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি
০৩:৪৭ পিএম, ১০ ডিসেম্বর, ২০২০
বর্তমান কমিটির উন্নয়নে বদলে গেছে রূপগঞ্জের মুড়াপাড়ায় মহাশ্মশানের চিত্র

রূপগঞ্জের মুড়াপাড়া মহাশ্মশানের চেহারা এখন বদলে গেছে, উন্নয়নের ছোঁয়া চারদিকে। যে শশ্মানটি কিছুদিন আগেও ছিল জরাজীর্ণ সেটি এখন উজ্জল প্রাণবন্ত।

এছাড়া মহাশ্মশানে নির্মাণ হয়েছে একটি মন্দির ও মৃত ব্যক্তিকে স্নান করানোর জায়গা। খোঁজ নিয়ে জানা যায়,বর্তমান কমিটির সভাপতি গণেশ সাহা ও সাধারণ সম্পাদক অরুণ মিত্রের প্রচেষ্টায় জরাজীর্ণ এ শশ্মানটি এখন প্রাণবন্ত। তারা দায়িত্ব নেওয়ার পর থেকে শশ্মানের জমি উদ্ধার, মন্দির নির্মাণ, স্নান করানোর জায়গা ও একটি সোলার প্যানেল বসানো ও অনান্য আনুষঙ্গিক উন্নয়নমূলক কাজের চিত্র চোখে পড়ার মত।

খোঁজে নিয়ে আরও জানা যায়, বিগত সময় ধরে অনেক কমিটি বিভিন্ন মেয়াদে থাকলে ও উন্নয়নের কোন চিত্র চোখে দেখা যায় নি যা বর্তমান কমিটির দ্বারা সম্ভভকর হয়ে ওঠে। 

এ ব্যাপারে শশ্মান কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদককের সাথে কথা হলে তারা জানান মহাশ্মশানের উন্নয়নে আমাদের কোন ত্রুুটি নেই।শশ্মানের এখন ও কিছু কাজ বাকী রয়েছে সেটা সম্পুর্ন হলে মহাশ্মশানটি আর প্রাণবন্ত ও অধিকতর সুন্দরবও সুর্দশন হয়ে ওঠবে।

একুশে সংবাদ/এআরএম