ঢাকা মঙ্গলবার, ১৬ মার্চ, ২০২১, ২ চৈত্র ১৪২৭

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad
Janata Bank
Rupalibank

আজ রুপগঞ্জ হানাদার মুক্ত দিবস


Ekushey Sangbad
রুপগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি
১১:২৭ এএম, ১৩ ডিসেম্বর, ২০২০
আজ রুপগঞ্জ হানাদার মুক্ত দিবস

আজ ১৩ই ডিসেম্বর। ১৯৭১ সালে আজকের দিনে রুপগঞ্জ উপজেলা হানাদার মুক্ত হয়। ভারতীয় মিত্রবাহিনীর সহযোগিতায় মুক্তিযোদ্ধারা আকাশ, জল ও স্থলপথে আক্রমণ চালিয়ে তৎকালীন রুপগঞ্জ  উপজেলা হানাদার মুক্ত করেন।

স্বাধীনতা যুদ্ধের দীর্ঘ নয় মাস রুপগঞ্জ  উপজেলার বিভিন্ন স্থানে খন্ড যুদ্ধ সংঘটিত হয়েছিল। এসব খন্ড যুদ্ধে হানাদার বাহিনী ও তাদের দোসরদের পৈশাচিক নির্যাতনে শহীদ হয়েছিলেন রুপগঞ্জের ১১ জন বীর সন্তান।

১৯৭১ সালের ৬ ডিসেম্বর ভারত বাংলাদেশকে স্বীকৃতি দেয়। স্বীকৃতি প্রদানের পর পূর্ব ভারতের আসাম, মেঘালয়, ত্রিপুরা এলাকা থেকে ভারতীয় মিত্র বাহিনী বাংলাদেশে প্রবেশ করে। তারা বিমান, ট্যাংক, জলপথে রুপগঞ্জের পাকিস্তানি হানাদার বাহিনীকে আক্রমণ করে। ত্রি-মুখী আক্রমণে পাকিস্তানি বাহিনী কোণঠাসা হয়ে পরে। ১৩ ডিসেম্বর সকাল ১০ টার পর মিত্রবাহিনীর কাছে আত্মসমর্পণ করেন হানাদার বাহিনী।

দীর্ঘ নয় মাসের রক্তক্ষয়ী যুদ্ধে বীর সন্তান সহ দেশের সাধারণ নাগরিক ও প্রাণ দেন।

একুশে সংবাদ/এআরএম