ঢাকা মঙ্গলবার, ১৬ মার্চ, ২০২১, ২ চৈত্র ১৪২৭

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad
Janata Bank
Rupalibank

মির্জাগঞ্জবাসীকে বিজয়ের দিবসের শুভেচ্ছা জানিয়েছেন উপজেলা চেয়ারম্যান


Ekushey Sangbad
মির্জাগঞ্জ (পটুয়াখালী) প্রতিনিধি  
১০:২০ এএম, ১৬ ডিসেম্বর, ২০২০
মির্জাগঞ্জবাসীকে বিজয়ের দিবসের শুভেচ্ছা জানিয়েছেন উপজেলা চেয়ারম্যান

পটুয়াখালী জেলার মির্জাগঞ্জ উপজেলায় অবস্থানরত জাতি-ধর্ম-বর্ণ নির্বিশেষে সর্বস্তরের মানুষকে মহান বিজয় দিবস-২০২০ এর গৌরবোজ্জ্বল দিনে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন মির্জাগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান খান মোঃ আবু বকর সিদ্দিকী। 

মির্জাগঞ্জ উপজেলার কৃতি সন্তান খান মোঃ আবু  বকর  সিদ্দিকী বলেন, মহান বিজয় দিবস বাঙালি জীবনে শ্রেষ্ঠ অর্জন। মহান মুক্তিযুদ্ধ আমাদের জাতীয় জীবনে এক গৌরবময় অধ্যায়। তাই মহান বিজয় দিবস প্রতিটি বাঙালির সামনে অত্যান্ত তাৎপর্যপূর্ণ। 

বিজয় দিবস আমাদের সত্য ও ন্যায়ের পথে লড়াই করতে অনুপ্রেরণা যোগায়। ৫২- এর ভাষা আন্দোলনের মধ্য দিয়ে স্বাধীনতার যে বীজ বপন হয়েছিলো, তা একাত্তরে শোষণ, বঞ্চনা আর নির্যাতনের বিরুদ্ধে মহান স্বাধীনতার লক্ষ্যে সশস্ত্র লড়াই-সংগ্রামে রুপ নেয়।

দীর্ঘ নয় মাস রক্তক্ষয়ী মুক্তিযুদ্ধে ত্রিশ লাখ শহীদের আত্মত্যাগ আর দুই লাখ মা-বোনের সম্ভ্রমের বিনিময়ে অর্জিত মহান বিজয় দিবস আমাদের অহংকার। 

পাকিস্তানি হানাদার বাহিনীর বিরুদ্ধে মুক্তিযোদ্ধাদের বীরোচিত মুক্তিযুদ্ধ আমাদের এগিয়ে চলতে আজীবন অনুপ্রেরণা যোগাবে। মুক্তিযুদ্ধের চেতনা আমাদের দেশকে আরো উন্নত ও সম্বৃদ্ধ করতে শক্তি যোগায়।

তিনি আরও বলেন, এমন মাহেন্দ্রক্ষণে স্বাধীনতা সংগ্রামের জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান-কে বিনম্র শ্রদ্ধায় স্মরণ করছি। এছাড়া মহান মুক্তিযুদ্ধে লাখো শহীদের আত্মার মাগফিরাত ও মুক্তিযোদ্ধাদের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করছি। মুক্তিযুদ্ধের সংগঠক, বিদেশী বন্ধু, শহীদ পরিবার এবং যারা জাতির বিজয় অর্জনে প্রত্যক্ষ ও পরোক্ষভাবে অবদান রেখেছেন সবার প্রতি বিনম্র শ্রদ্ধা জ্ঞাপণ করছি।

সামাজিক, রাজনৈতিক ও অর্থনৈতিক মুক্তির লক্ষ্যে- সকল মত-পথ ও ভেদাভেদ ভুলে মহান বিজয় দিবসের চেতনায় সুখী, সমৃদ্ধশালী নতুন বাংলাদেশ গড়তে সকলের প্রতি উদাত্ত আহ্বান জানান তিনি।

একুশে সংবাদ/র.খ/এস