ঢাকা মঙ্গলবার, ১৬ মার্চ, ২০২১, ২ চৈত্র ১৪২৭

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad
Janata Bank
Rupalibank

মির্জাগঞ্জে কমান্ডর আলতাফ হায়দারের ইন্তেকাল


Ekushey Sangbad
মির্জাগঞ্জ(পটুয়াখালী)প্রতিনিধি
১০:৫৪ এএম, ১৬ ডিসেম্বর, ২০২০
মির্জাগঞ্জে কমান্ডর আলতাফ হায়দারের ইন্তেকাল

 

মির্জাগঞ্জে য্দ্ধুকালীন কমান্ডার ও পটুয়াখালীতে প্রথম পতাকা উত্তোলনকারী বীর মুক্তিযোদ্ধা আলতাফ হায়দার ইন্তেকাল করেছেন। 

মঙ্গলবার (১৫ ডিসেম্ভার) রাত ৮.৪৫ মিনিটে  স্টোক করে নিজ বাসভবনে মৃত্যু বরন করে (ইন্না-লিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন)। মৃত্যুকালে তার বয়স হয়েছিলো ৮৪ বছর। 

তিনি  দীর্ঘদিন যাবত শারীরিক ভাবে অসুস্থ ছিলো। এর আগে ২ বার স্টোক করেন। উপজেলার দেউলী-সুবিদখলী ইউনিয়নের দেউলী গ্রামের মৃত হাজী কাদের মৃধা ছেলে তিনি। 

একুশে সংবাদ/র.ন/এস