ঢাকা মঙ্গলবার, ১৬ মার্চ, ২০২১, ২ চৈত্র ১৪২৭

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad
Janata Bank
Rupalibank

নাইক্ষ্যংছড়িতে ব্রিজ ভেঙে ট্রাক খালে


Ekushey Sangbad
একুশে সংবাদ ডেস্ক
১১:৫৩ এএম, ২২ ডিসেম্বর, ২০২০
নাইক্ষ্যংছড়িতে ব্রিজ ভেঙে ট্রাক খালে

বান্দরবানের নাইক্ষ্যংছড়িতে বেইলি ব্রিজ ভেঙে একটি পণ্যবাহী ট্রাক খালে পড়ে গেছে। এর ফলে ওই সড়কটি দিয়ে যান চলাচল বন্ধ হয়ে গেছে।

আজ মঙ্গলবার ভোর সাড়ে চারটার দিকে নাইক্ষ্যংছড়ি-রামুর গর্জনিয়া সীমান্ত এলাকায় এ ঘটনা ঘটে। 

জানা যায়, ভোররাতে মালামাল বোঝাই একটি ট্রাক ব্রিজটি পার হচ্ছিল। ব্রিজের ওপর ওঠামাত্রই ব্রিজেটি ভেঙে ট্রাকটি নিচে পড়ে যায়। দুর্ঘটনার পর নাইক্ষ্যংছড়ি-রামু সড়কে যানবাহন চলাচল বন্ধ রয়েছে।

স্থানীয়রা জানান, ওই ব্রিজটি দিয়ে পণ্যবাহী যানবাহন চলাচলে নিষেধাজ্ঞা রয়েছে। চট্টগ্রাম থেকে আসা পণ্যবাহী ট্রাকটি দিনের বেলায় ঢুকতে দিবে না জেনেই ভোরে ব্রিজটি পার হওয়ার চেষ্টা করেন ট্রাকচালক। নড়বড়ে ব্রিজটি পার হতে গিয়ে এই দুর্ঘটনা ঘটে। এ ঘটনায় কেউ হতাহত হয়নি।

নাইক্ষ্যংছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা সাদিয়া আফরিন কচি ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি বলেন এ বিষয়ে দ্রুত ব্যবস্থা নেয়া হবে।

একুশে সংবাদ/ঢ/এস