টাঙ্গাইলের ঘাটাইল উপজেলায় ট্রাকচাপায় তিন মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন।
আজ সোমবার বেলা সাড়ে ১২টার দিকে টাঙ্গাইল-ভূঞাপুর সড়কের ঘাটাইলের শিঙ্গুরিয়া সেতুর ওপর এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন, ভূঞাপুরের কাগমারীপাড়া গ্রামের মো. রশিদ (১৫), মুন্না (১৮) এবং একই গ্রামের সৌরভ (১৯)।
ভূঞাপুর ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার মুরাদ হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, ফ্রেশ কোম্পানির একটি ট্রাক টাঙ্গাইল-ভূঞাপুর সড়কের সিঙ্গুরিয়া ব্রিজের ওপর উঠলে বিপরীত থেকে আসা একটি মোটরসাইকেলকে চাপা দেয়।এতে ঘটনাস্থলেই দুজনের মৃত্যু হয়। একজনকে গুরুতর আহতাবস্থায় টাঙ্গাইল জেনারেল হাসপাতালে নেয়ার পথে মারা যান।
তিনি আরও জানান, নিহতদের মরদেহ হাসপাতাল মর্গে রাখা হয়েছে।
একুশে সংবাদ/য/এস
আপনার মতামত লিখুন :