ঢাকা মঙ্গলবার, ১৬ মার্চ, ২০২১, ২ চৈত্র ১৪২৭

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad
Janata Bank
Rupalibank

নারায়ণগঞ্জে ব্যাটারি কারখানায় ভয়াবহ আগুন


Ekushey Sangbad
নিজস্ব প্রতিবেদক
১১:৫৮ এএম, ৩ জানুয়ারি, ২০২১
নারায়ণগঞ্জে ব্যাটারি কারখানায় ভয়াবহ আগুন

নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ের পুরান টিপুরদী এলাকায় একটি ব্যাটারি কারখানায় আগুন লেগেছে। আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের ৮টি ইউনিট।

জানা গেছে, আজ রোববার (৩ জানুয়ারি) বেলা ১১টার দিকে এই আগুন লাগার ঘটনা ঘটে। তবে এ ঘটনায় তাৎক্ষণিক ভাবে কোন হতাহত খবর পাওয়া যায়নি। আগুন লাগার সূত্রপাত জানা যায়নি।

শ্রমিকরা জানান, সকালে কাজে যোগদান করার পরপরই আগুন লাগে। এতে ক্ষয়ক্ষতির পরিমাণ অনেক হয়েছে।

সোনারগাঁও ফায়ার স্টেশনের স্টেশন অফিসার সুজন কুমার হাওলাদার জানান, আগুন নিয়ন্ত্রণে সোনারগাঁওসহ আশপাশের ফায়ার সার্ভিসের কয়েকটি ইউনিট কাজ করছে।

ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের নারায়ণগঞ্জের উপ-পরিচালক আব্দুল্লাহ আল আরেফীন জানান, আমরা দ্রুত ঘটনাস্থলে কাজ শুরু করেছি। তবে প্রধান ফটক নির্মাণাধীন থাকায় ভেতরে প্রবেশে আমাদের বেগ পেতে হচ্ছে।

একুশে সংবাদ/সটি/এআরএম