নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার কুমারটেক এলাকায় বৈদ্যুতিক তার ছিঁড়ে টিনের চালের ঘরে পড়ে আগুন ধরে যায়। এই অগ্নিকাণ্ডে পরিবারের চারজনের মৃত্যু হয়। যাদের তিনজন ছিলেন প্রতিবন্ধী।
নিহতরা হলেন- মাছুম (৪০), তার স্ত্রী সীমা (৩২) এবং দুই ছেলে রাসেল (১৭) ও রহমতউল্লাহ (১০)।পূর্বাচল মাল্টিপারপাস ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার উদ্দীপন ভক্ত বিষয়টির সত্যতা নিশ্চিত করেছেন।
স্থানীয় সূত্রে জানা যায়, রাত সাড়ে ৮টার দিকে ঢাকা ইলেক্ট্রিক সাপ্লাই কম্পানির (ডেসকো) ঊচ্চ ভোল্টেজের তার ছিঁড়ে পল্লী বিদ্যুতের ১১ হাজার ভোল্টের লাইনের উপর ছিঁড়ে পড়ে। এতে পল্লী বিদ্যুতের তার ছিঁড়ে মাসুম মিয়ার ঘরের টিনের চালের ওপর পড়ে। ফলে বিদ্যুতায়িত হয়ে সঙ্গে সঙ্গে ঘরে আগুন ধরে যায়। পরে ঘরে থাকা বাড়ির মালিক মাছুম মিয়া ও তার দুই প্রতিবন্ধী শিশু সন্তানসহ তিনজন সেখানেই নিহত হন।
পুর্বাচল ফায়ার সার্ভিস স্টেশন অফিসার উদ্দীপন ভক্ত বলেন, পূর্বাচল ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট কাজ করে ২০ মিনিটের মধ্যে আগুন নেভাতে সক্ষম হয়। এ সময় ঘর থেকে মাছুমের প্রতিবন্ধী স্ত্রী সীমাকে গুরুতর দগ্ধ অবস্থায় উদ্ধার করেন ফায়ার সার্ভিসের সদস্যরা। পরে তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
এ ব্যাপারে রূপগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শাহ্ নুশরাত জাহান জানান, অগ্নিকাণ্ডের বিষয়ে তদন্ত চলছে।
একুশে সংবাদ/অমৃ
আপনার মতামত লিখুন :