ঢাকা মঙ্গলবার, ১৬ মার্চ, ২০২১, ২ চৈত্র ১৪২৭

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad
Janata Bank
Rupalibank

নবীগঞ্জে খাস জমি নিয়ে বিরোধ;বিচার সালিসে নিষ্পত্তি


Ekushey Sangbad
নবীগঞ্জ (হবিগঞ্জ)প্রতিনিধি
০৭:৩০ পিএম, ২৩ জানুয়ারি, ২০২১
নবীগঞ্জে খাস জমি নিয়ে বিরোধ;বিচার সালিসে নিষ্পত্তি

হবিগঞ্জে নবীগঞ্জ উপজেলার পূর্ব বড় ভাকৈর ইউনিয়নের কামড়াখাইর ও রামপুর গ্রামে সরকারি খাস জমি নিয়ে দীর্ঘদিনের বিরোধ নবীগঞ্জ থানা পুলিশ ও স্থানীয় সালিশের হস্তক্ষেপে নিষ্পত্তি হয়েছে। 

উল্লেখ্য, মঙ্গলবার (১৯ জানুয়ারি) উপজেলার বড় ভাকৈর ইউনিয়নের কামড়াখাই ও রামপুর গ্রামে সরকারি খাস জমিতে ঘর নির্মাণকে কেন্দ্র করে দুগ্রুপের মধ্যে এক রক্তক্ষয়ী সংঘর্ষ শুরু হয়।

এমন ঘটনার খবর পেয়ে,নবীগঞ্জ থানার এসআই মনিরুজ্জামান ও ইনাতগঞ্জ পুলিশ ফাঁড়ি'র এএসআই লোকেশ সহ একদল পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন সক্ষম হয়।

শনিবার (২৩ জানুয়ারি) উপজেলার ফার্ম বাজারে ২নং ইউপি চেয়ারম্যান আশিক মিয়া'র সভাপতিত্বে দু'গ্রামবাসীকে নিয়ে সালিশ বৈঠক বসা হয়। উভয় পক্ষের বক্তব্য ও মতামত নিয়ে ২নং পূর্ব বড় ভাকৈর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও সাবেক চেয়ারম্যান আক্তার হোসেন ছুবা,মুক্তিযোদ্ধা আফসর মিয়া, আওয়ামী লীগ নেতা ও ২নং ইউপি প্যানেল চেয়ারম্যান খালেদ মোশাররফ, সাবেক চেয়ারম্যান মেহের আলী মালদার, ২নং ইউপি বিট পুলিশিংয়ের সভাপতি জাকির হোসেন, নবীগঞ্জ থানার এসআই মনিরুজ্জামান,ছাদিক আলী মাজু,সাংবাদিক মোফাজ্জল ইসলাম সজীব, সাংবাদিক আলী জাবেদ মান্না ও সাংবাদিক নাজমুল ইসলাম এবং ইউপি চেয়ারম্যান আশিক মিয়া'র সমন্বয়ে সালিশ বোড দু'গ্রামের লোকদের তাদের পূর্বের অবস্থানে ফিরে যেতে বলা হয়।

নতুন করে কোন ঘর নির্মাণ এবং এক গ্রামের লোক অন্য গ্রামে গিয়ে জমি দখল থেকে বিরত থাকতে উভয় পক্ষ কে বলা হয় এবং মিলিয়ে দেয়া হয়।

ভবিষ্যতে কোন পক্ষ বা কারো দ্বারা এই জমি নিয়ে দাঙ্গা হাঙ্গামা সৃষ্টি না হয় সে বিষয়ে দুগ্রামের লোকদের সর্তক করা হয়।

রক্তক্ষয়ী বিরোধটি নিষ্পত্তি হওয়ায় সালিশ বোর্ড ও নবীগঞ্জ থানা পুলিশের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছন গ্রামবাসী।

একুশে সংবাদ/ না.ই/এস