হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলার আউশকান্দি (হীরাগঞ্জ) বাজারে মাইক্রোবাস চাপায় আহত এক ব্যাক্তি দীর্ঘ ১২টি দিন মৃত্যুর সাথে পাঞ্জালড়ে অবশেষে মৃত্যুর কাছে হার মানলেন। নিহত ব্যাক্তি নবীগঞ্জ উপজেলার গজনাইপুর ইউনিয়নের গজনাইপুর গ্রামের মৃত জহুর উদ্দিনের ছেলে মোঃ আলী হোসেন (৪৭)। তিনি দীর্ঘ ৫ বছর যাবত পরিবার নিয়ে আউশকান্দি বাজারে বসবাস করতেন।
জানাযায়,গত ১৩ জানুয়ারি বিকালে আলী হোসেন আউশকান্দি হীরাগঞ্জ বাজারে ডাচ বাংলা ব্যাংকের সামনে দাড়িয়ে ছিলেন। এ সময় দ্রুতগামী একটি মাইক্রোবাস চাপা দিলে তিনি গুরুতর আহত হন। আহত অবস্থায় তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকার একটি হাসপাতালে ভর্তি করা হয়। অবশেষে দীর্ঘ ১২ দিন পর গত (২৪ জানুয়ারি) রোববার রাত ১১টায় চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
আলী হোসেনের মৃত্যু সংবাদ তার গ্রামের বাড়িতে আসলে মা,ভাই,বোন ও আত্মীয়স্বজনের কান্নায় আকাশ ভারী হয়ে উঠে। তার ৮৩ বছরের মা কান্না করে বারবার মুর্ছা যাচ্ছিলেন। বিষয়টি নিশ্চিত করেছেন আউশকান্দি বাজারের ব্যবসায়ী ও সংবাদকর্মী সুলতান মাহমুদ।
একুশে সংবাদ/ না.ই/এস
আপনার মতামত লিখুন :