করোনাজনিত ফুসফুসের জটিলতা নিয়ে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) ছাত্র-উপদেষ্টা ও বাংলা বিভাগের সভাপতি অধ্যাপক ড. সাইদুর রহমান। অবস্থা বেশ সংকটাপন্ন বলছেন সংশ্লিষ্টরা। রাজধানীর স্পেশালাইজড হাসাপাতালে ডা. মর্তুজা খায়েরের তত্ত্বাবধানে চিকিৎসাধীন রয়েছেন তিনি।
পরিবার সদস্যদের বরাত দিয়ে শুক্রবার (০৫ ফেব্রুয়ারি) বিকেলে বিশ্ববিদ্যালয়ের আইসিটি বিভাগের সহকারী অধ্যাপক জসিম উদ্দীন এ তথ্য নিশ্চিত করেন।
তিনি বলেন, স্যারের অবস্থা খুবই সংকটাপন্ন। তিনি রাজধানীর শ্যামলীতে বাংলাদেশ স্পেশালাইজড হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) ভর্তি আছেন।
জানা যায়, গত ২৭ জানুয়ারি করোনায় আক্রান্ত হন অধ্যাপক ড. সাইদুর রহমান। শারিরীক অবস্থার অবনতি হলে গত ০২ ফেব্রুয়ারি তাকে ওই হাসপাতালে ভর্তি করানো হয়।
শুক্রবার (০৫ ফেব্রুয়ারি) বাদ জুমআ শিক্ষক ও তাদের পরিবার-পরিজনের সুস্থতা কামনায় শিক্ষক সমিতির আয়োজনে দোয়া মাহফিলের আয়োজন করা হয়।
একুশে সংবাদ/প/আ
আপনার মতামত লিখুন :