ঢাকা মঙ্গলবার, ১৬ মার্চ, ২০২১, ২ চৈত্র ১৪২৭

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad
Janata Bank
Rupalibank

ঝিনাইদহে বাস উল্টে নিহত ১০, বাড়তে পারে সংখ্যা


Ekushey Sangbad
নিজস্ব প্রতিবেদক
০৪:২৫ পিএম, ১০ ফেব্রুয়ারি, ২০২১
ঝিনাইদহে বাস উল্টে নিহত ১০, বাড়তে পারে সংখ্যা

ঝিনাইদহের কালীগঞ্জে বাস-ট্রাকের মুখোমুখি সংঘর্ষে নারী-পুরুষ-শিশুসহ ১০ জন নিহত হয়েছেন।

প্রাথমিকভাবে নিহতদের নাম-পরিচয় জানা যায়নি।

বুধবার বিকাল ৩টার দিকে  কালীগঞ্জ উপজেলার বারবাজার এলাকার একটি পেট্রোল পাম্পের কাছে এ দুর্ঘটনা ঘটে। এ দুর্ঘটনায় আহত হয়েছেন অনেকে। তাদের উদ্ধার করে নিকটস্থ হাসপাতালে পাঠানো হচ্ছে। কালীগঞ্জ ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার শেখ মামুনুর রশিদ দুর্ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। 

তিনি জানান, দুর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে এসে নয়জনের লাশ উদ্ধার করা হয়েছে। এখনও উদ্ধারকাজ চলছে। নিহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে জানান ফায়ার সার্ভিসের এ কর্মকর্তা। 

একুশেসংবাদ/অমৃ