ঢাকা মঙ্গলবার, ১৬ মার্চ, ২০২১, ২ চৈত্র ১৪২৭

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad
Janata Bank
Rupalibank

নাভারন-সাতক্ষীরা সড়কে দুটি বাসের মুখোমুখি সংঘর্ষে ৫ জন আহত 


Ekushey Sangbad
নিজস্ব প্রতিবেদক
১০:৪৮ এএম, ১৩ ফেব্রুয়ারি, ২০২১
নাভারন-সাতক্ষীরা সড়কে দুটি বাসের মুখোমুখি সংঘর্ষে ৫ জন আহত 

নাভারন-সাতক্ষীরা সড়কের যশোরের শার্শা উপজেলার জামতলা (পাঁচপুকুর) নামক স্থানে ঢাকা থেকে ছেড়ে আসা একে ট্রাভেলস ও সাতক্ষীরা থেকে ছেড়ে আসা একটি যাত্রীবাহী বাসের মধ্যে মুখোমুখি সংঘর্ষ হয়।           

শনিবার (১৩ ফেব্রুয়ারী) সকাল ৬টার সময় এই দূর্ঘটনা ঘটে।

যশোরের নাভারন হাইওয়ে পুলিশ ফাঁড়ির পরিদর্শক টিটু কুমার নাথ বলেন, ঢাকা থেকে ছেড়ে আসা একে ট্রাভেলস (ঢাকা মেট্রো ব- ১৪-৫৪৮৬ ) ও সাতক্ষীরা থেকে ছেড়ে আসা যাত্রীবাহী বাস (ঢাকা মেট্রো জ-১৪-০১৪৫ ) সকাল ৬টার সময় পাঁচপুকুর নামক স্থানে পৌঁছালে ঘন কুয়াশার একে অপারের দেখতে না পারায় কারনে মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটে।

দূর্ঘটনার সাথে সাথে ঘটনাস্থল থেকে এলাকার জনসাধারণ, পুলিশ প্রশাসন ও ফাঁয়ার সার্ভিসের কর্মীদের একান্ত প্রচেষ্টাই আহতদের কে উদ্ধার করে বিভিন্ন হাসপাতালে ভর্তী করা হয়েছে। 


একুশে সংবাদ/ ই.র /এস