ঢাকা মঙ্গলবার, ১৬ মার্চ, ২০২১, ২ চৈত্র ১৪২৭

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad
Janata Bank
Rupalibank

আগুনে ঘুমন্ত নবদম্পতির মৃত্যু 


Ekushey Sangbad
নিজস্ব প্রতিবেদক
০১:১১ পিএম, ১৪ ফেব্রুয়ারি, ২০২১
আগুনে ঘুমন্ত নবদম্পতির মৃত্যু 

পিরোজপুরের মঠবাড়িয়া আগুনে ঘুমন্ত নবদম্পতির মৃত্যু হয়েছে।রবিবার ভোরে শহরের ৬ নং ওয়ার্ডের পশ্চিম কলেজরোড এলাকায় এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। 

নিহতরা হলেন, সাইফুল (২৫) ও তার স্ত্রী মনি বেগম (১৮)। তাদের মাত্র তিন মাস আগে বিয়ে হয়েছিল বলে জানা গেছে।

স্থানীয়রা জানান, তিন মাস আগে অটোরিকশা চালক সাইফুলের সঙ্গে মনির বিয়ে হয়। স্ত্রীকে নিয়ে মঠবাড়িয়া পৌর শহরের বাজারে বাস করছিলেন তিনি।রবিবার ভোরে তাদের  বসতঘরটিতে হঠাৎ আগুন লেগে দ্রুত তা চারিদিকে ছড়িয়ে পড়ে। এ সময় ঘরের দোতালায় ঘুমে থাকা অটোচালক সাইফুল ও তার স্ত্রী মনি বেগম ঘর থেকে বের হতে না পেরে আগুনে পুড়ে ঘটনাস্থলেই মারা যান।

মঠবাড়িয়া ফায়ার সার্ভিসের স্টেশন কর্মকর্তা সুমন জানান, ভোর সাড়ে ৪টার দিকে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে পৌরশহরের ৬নং ওয়ার্ডে পশ্চিম কলেজ রোড এলাকায় ওই বসতবাড়িতে আগুন লাগে।

খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা আগুন নিয়ন্ত্রণে আনে। এ ঘটনায় আগুনে দগ্ধ হয়ে ঘুমন্ত অবস্থায় ওই নবদম্পতির মৃত্যু হয়।

একুশে সংবাদ/ য.ড /এস