ঢাকা মঙ্গলবার, ১৬ মার্চ, ২০২১, ২ চৈত্র ১৪২৭

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad
Janata Bank
Rupalibank

কটিয়াদীতে সড়কে গেলো গৃহবধূর প্রাণ


Ekushey Sangbad
জেলা প্রতিনিধি, কিশোরগঞ্জ
০৯:৪২ এএম, ১৮ ফেব্রুয়ারি, ২০২১
কটিয়াদীতে সড়কে গেলো গৃহবধূর প্রাণ

কিশোরগঞ্জের কটিয়াদীতে সড়ক দুর্ঘটনায় আহত রুমা আক্তার (৩০) নামে এক গৃহবধূ চিকিৎসাধীন অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে প্রাণ হারিয়েছেন।

বুধবার ভোর রাতে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

রোমা আক্তার উপজেলার মসূয়া ইউনিয়নের মসূয়া গ্রামের হাবিবুর রহমান হাবু’র স্ত্রী।

নিহত রোমা আক্তারের স্বামী হাবিবুর রহমান জানান, মঙ্গলবার বিকালে রোমা তার অসুস্থ বাবাকে দেখার জন্য উপজেলার বনগ্রামে যাওয়ার পথে রাস্তা পারাপারের সময় পাঁচলগোটা বাসস্ট্যান্ডে একটি চলন্ত মোটরসাইকেল তাকে ধাক্কা দিলে সে রাস্তায় পড়ে গুরুতর আহত হয় ।

তাকে উদ্ধার করে চিকিৎসার জন্য কটিয়াদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও পরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে বুধবার ভোররাতে তার মৃত্যু হয়।

একুশেসংবাদ/মোফাসসেল/অমৃ