একুশ ফেব্রুয়ারী আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ও শহীদ দিবস উপলক্ষে তালা উপজেলা প্রসাশনের সার্বিক ব্যবস্থাপনায় ২১'র প্রথম প্রহরে শহীদ বেদীতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করা হয় । রবিবার ( ২১ ফেব্রুয়ারী ) রাত ১২ টা ১ মিনিটে কেন্দ্রীয় কর্মসূচীর অংশ হিসেবে তালা উপজেলা কেন্দ্রীয় শহীদ মিনারে এ শ্রদ্ধা নিবেদন করা হয় । ভাষার জন্য বুকের তাজা রক্ত ঢেলে দিয়ে ইতিহাসের পাতায় স্থান করে নিয়েছেন যে বীর সন্তানরা , সেই অমর সন্তানদের স্মরণে প্রতিবছর পালিত হয়ে আসছে ২১ ফেব্রুয়ারী মহান শহীদ দিবস ।
জাতি শ্রদ্ধাভরে সেই সব শহীদদের স্মরণ করছে । এ দিবসটি শুধু বাঙালির নয় , পৃথিবীর সব ভাষাভাষী মানুষের । পৃথিবীর কয়েক হাজার ভাষাভাষী মানুষও দিনটি শ্রদ্ধাভরে পালন করে । এ দিন কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণসহ বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়ােজন করা হয় । বাংলা ভাষার মর্যাদা প্রতিষ্ঠার জন্য এ দিন সালাম , বরকত , রফিকসহ অনেকে জীবন দিয়েছিলেন ।
এ জন্যই দিনটি একই সাথে গৌরবের শােকের ও বাঙ্গালীর অহঙ্কারেরও বটে । সাতক্ষীরা -১ ( তালা - কলারােয়া ) সংসদ সদস্য এ্যাড: মুস্তাফা লুৎফুল্লাহ্'র শহীদ বেদীতে পুষ্পমাল্য অর্পণের মধ্য দিয়ে কার্যক্রম শুরু হয় । এর পর পরই তালা উপজেলা পরিষদ'র পক্ষে উপজেলা পরিষদ চেয়ারম্যান ঘােষ সনৎ কুমার ও উপজেলা প্রসাশনের পক্ষে উপজেলা নির্বাহী কর্মকর্তা মােঃ তারিফ - উল - হাসান পুষ্পমাল্য অর্পণ করেন ।
এর পর একে একে তালা উপজেলা আওয়ামীলীগ , বাংলাদেশ পুলিশ , বাংলাদেশের ওয়ার্কাস পার্টি , মুক্তিযােদ্ধা সংসদ , তালা নাগরিক পরিষদ , বাংলাদেশ জাতীয়তা বাদী দল ( বিএনপি ), জাতীয় পার্টি , অফিসার্স ক্লাব , হাসপাতাল , যুবলীগ , ছাত্রলীগ , ছাত্র সমাজ , মুক্তিযােদ্ধা মহাবিদ্যালয় , মহিলা কলেজ , শালিকা কলেজ , তালা প্রেস ক্লাব , রিপাের্টার্স ক্লাব , সদর প্রেসক্লাবসহ বিভিন্ন রাজনৈতিক দল , সামাজিক ও সাংস্কৃতি সংগঠন এসময় পুষ্পমাল্য অর্পণ করে । এর আগের তালা উপজেলা নির্বাহী কর্মকর্তা মােঃ তারিফ - উল - হাসান'র সভাপতিত্বে ও সাংবাদিক মীর জাকির হােসেন'র সঞ্চালনায় এমপি এ্যাড . মুস্তোফা লুৎফুল্লাহ্ নবনির্মিত কেন্দ্রীয় শহীদ মিনার শুভ উদ্ভোধন ঘােষনা করেন ।
এসময় বক্তব্য রাখেন , মুক্তিযােদ্ধা সংসদের ডিপােটি কমাণ্ডার আলাউদ্দীন জোয়াদ্দার , তালা থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মেহেদী রাসেল , উপজেলা পরিষদ চেয়ারম্যান ঘােষ সনৎ কুমার।
উপস্থিত ছিলেন , মুক্তিযােদ্ধা কলেজের অধ্যক্ষ ইনামুল ইসলাম , মুক্তিযােদ্ধা মইনুল ইসলাম , উপাধ্যক্ষ মহিবুল্লাহ মােড়ল , ভাইস চেয়ারম্যান সরদার মশিয়ার রহমান , মুর্শিদা পারভীন পাপড়ি , মহিলা বিষয়ক কর্মকর্তা নাজনীন নাহার , ডাঃ রাজিব সরদার , প্রকল্প কর্মকর্তা ওবায়দুল হক , সদর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান সরদার জাকির হােসেন , রফিকুল ইসলাম প্রমুখ ।
একুশেসংবাদ/শুভ/অমৃ
আপনার মতামত লিখুন :