রাজধানীর মানিকনগর এলাকায় কুমিল্লা পট্টিতে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের আটটি ইউনিট কাজ করছে।
রোববার (২১ ফেব্রুয়ারি) বিকেল ৩টা ২০ মিনিটে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। ফয়ার সার্ভিস কন্ট্রোল রুমের ডিউটি অফিসার লিমা খানম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
তিনি বলেন, মানিকনগর এলাকার কুমিল্লা পট্টিতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এটি একটি বস্তি এলাকা। ফায়ার সার্ভিসের আটটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করছে। কিভাবে আগুনের উৎপত্তি এখন পর্যন্ত জানা যায়নি।
এদিকে, ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স নিয়ন্ত্রণ কক্ষের ডিউটি অফিসার সেলিম আহমেদ বলেন,‘খিলগাঁও-মানিকনগরে উত্তর ওয়াসা রোডে কুমিল্লা পট্টিতে বিকাল তিনটা ২০ মিনিটেআগুন লাগার খবর পাওয়া যায়। সেখানকার একটি টিনশেডের ঘর থেকে আগুনের সূত্রপাত হয়েছে বলে প্রাথমিকভাবে জানা গেছে। আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিস কাজ করছে। ’
মুগদা থানায় ওসি প্রলয় কুমার সাহা বলেন, কুমিল্লা পট্টির কবরস্থানের পাশে প্রায় একশ ঘর রয়েছে। “অধিকাংশ ঘর পুড়ে গেছে। তবে হতাহতের কোন খবর এখনও আমরা পাইনি।”
একুশেসংবাদ/অমৃ
আপনার মতামত লিখুন :