ঢাকা মঙ্গলবার, ১৬ মার্চ, ২০২১, ২ চৈত্র ১৪২৭

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad
Janata Bank
Rupalibank

নালিতাবাড়ীতে মাদরাসায় নিয়োগের অনিয়মের অভিযোগ


Ekushey Sangbad
নালিতাবাড়ী (শেরপুর) প্রতিনিধি 
০২:৫৬ পিএম, ২৪ ফেব্রুয়ারি, ২০২১
নালিতাবাড়ীতে মাদরাসায় নিয়োগের অনিয়মের অভিযোগ

শেরপুরের নালিতাবাড়ী রুপনারায়নকুড়া আলিম মাদরাসায় কর্মচারি নিয়োগের অনিয়মের লিখিত অভিযোগ পাওয়া গেছে।

জেলা শিক্ষা অফিসার বরাবর আবেদনে উল্লেখ করা হয় নালিতাবাড়ী উপজেলার রুপনারায়নকুড়া আলিম মাদরাসায় উপাধ্যক্ষ, অফিস সহকারী কাম কম্পিউটার অপারেটর, অফিস সহকারী কাম হিসাব সহকারী, নিরাপত্তাকর্মী ও আয়া নিয়োগের জন্য বিজ্ঞপ্তি দেওয়া হয়। 

নিয়ম অনুযায়ী বেশ কয়েকজন নিয়োগ প্রাপ্তির জন্য আবেদনও করে। মাদরাসার সভাপতি ও অধ্যক্ষ মাওলানা রফিকুল ইসলাম তুহিন সরকার ও রাহাত মিয়ার কাছথেকে মোটা অংকের টাকা দাবি করে। এক পর্যায় তিন লক্ষ টাকার বিনিময়ে অফিস সহকারী কাম হিসাব সহকারী পদে নিয়োগ দিবে বলে প্রতিশ্রুতি দেয় এবং তিন লক্ষ টাকা যোগার করে। পরে পরিক্ষার পূর্বে তাদেরকে প্রশ্ন পত্রও দেওয়া হয় বলে তারা অভিযোগে উল্লেখ করেন। ভাল পরিক্ষা দেওয়ার পরও ফলাফলে অন্য প্রার্থীর নাম দেখে হতাশ হয়। পরে জানতে পারে অন্য প্রার্থীর কাছে ৮ লক্ষ  টাকার বিনিময়ে নিয়োগ দেওয়া হয়।

নিয়োগ প্রার্থী তুহিন সরকার বলেন, আমার ক্ষতিপূরন, অবৈধ নিয়োগ বাতিল করে পূনরায় নিয়োগ দেওয়ার জোর দাবি জানাচ্ছি।

মাদরাসার অধ্যক্ষ মাওলানা রফিকুল ইসলাম অভিযোগ অস্বিকার করে বলেন, নিয়োগ বানিজ্যের প্রশ্নই আসে শতভাগ সচ্ছ নিয়োগ হয়েছে।

একুশে সংবাদ/ আ.মো /এস