ঢাকা মঙ্গলবার, ১৬ মার্চ, ২০২১, ২ চৈত্র ১৪২৭

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad
Janata Bank
Rupalibank

রাঙামাটিতে ইউপি সদস্য হত্যা: ১৮ জনের বিরুদ্ধে মামলা


Ekushey Sangbad
নিজস্ব প্রতিবেদক
০৬:০১ পিএম, ২৫ ফেব্রুয়ারি, ২০২১
রাঙামাটিতে ইউপি সদস্য হত্যা: ১৮ জনের বিরুদ্ধে মামলা

রাঙামাটির বাঘাইছড়ি উপজেলা পরিষদে ঢুকে এক ইউনিয়ন পরিষদ সদস্যকে গুলি করে হত্যার ঘটনায় সাবেক এক উপজেলা পরিষদ চেয়ারম্যানসহ ১৮ জনের বিরুদ্ধে মামলা করা হয়েছে।

বিষয়টি নিশ্চিত করে বাঘাইছড়ি থানার ওসি আনোয়ার হোসেন খান জানান, রূপকারী ইউপি সদস্য বিনয় চাকমা বাদী হয়ে এ মামলা করেন।

ওসি বলেন, মামলায় বাঘাইছড়ি উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও জনসংহতি সমিতির উপজেলা কমিটির সাধারণ সম্পাদক বড় ঋষি চাকমাসহ সংগঠনটির ১০ জনের নাম উল্লেখ করা হয়েছে। তাছাড়া অজ্ঞাত আরও ৮ জনকে আসামি করা হয়েছে।

বুধবার দুপুরে তিনজন অস্ত্রধারী লোক উপজেলা সদরে ইউএনও কার্যালয়ে উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তার রুমে ঢুকে রূপকারী ইউনিয়ন পরিষদের ১ নম্বর ওয়ার্ডের সদস্য ও জেএসএস (এমএন লারমা) নেতা সমর বিজয় চাকমাকে বুকে অস্ত্র ঠেকিয়ে গুলি করে হত্যা করে।

নিহত সমর বিজয় চাকমার লাশ খাগড়াছড়ি সদর হাসপাতালে ময়নাতদন্ত শেষে পরিবারের কাছে হস্তান্তর করেছে পুলিশ।

একুশেসংবাদ/অমৃ