নীলফামারীর ডিমলায় নির্ধারিত মূল্যের চেয়ে বেশি মূল্যে সার বিক্রি করার অপরাধে এক ডিলারকে ১০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমান আদালত।
বৃহস্পতিবার(২৫-ফেব্রুয়ারি)দুপুরে উপজেলার বালাপাড়া ইউনিয়নের ডাঙ্গারহাট বাজারে বিসিআইসি সার ডিলার কালাম টেড্রার্সের ম্যানেজার জিয়াউর হক জিয়া ডিএপি সার প্রতি বস্তা বাজার মূল্য ৮ শত টাকার পরিবর্তে ৮ শত ২০ টাকা বিক্রি করা তথ্যে সেখানে অভিযান চালিয়ে ভোক্তা অধিকার আইন ২০০৯ এর ৫০ ধারা অনুযায়ী উক্ত ব্যবসায়ীকে ভ্রাম্যমান আদালতের মাধ্যমে এই জরিমানা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট জয়শ্রী রানী রায়।
এ সময় উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ সেকেন্দার আলী, কৃষি সম্প্রসারণ কর্মকর্তা শহীদুল ইসলাম,ওই ইউনিয়নের দায়িত্বরত উপ-সহকারী কৃষি কর্মকর্তা শাহীন রেজা সহ এলাকাবাসী উপস্থিত ছিলেন।
একুশেসংবাদ/সুজন/অমৃ
আপনার মতামত লিখুন :