দিঘলিয়া উপজেলার লাখোহাটি গ্রামের দিনমজুর তরিকুল ইসলাম মোল্লার ছেলে লাখোহাটি দারুলউলুম মাদ্রাসার প্রথম বর্ষের ছাত্র তাতিম মোল্লা (৬) গত২৫ ফেব্রুয়ারী সকালে মাদ্রাসার উদ্দেশ্যে বাড়ি থেকে বেরিয়ে যায়। সন্ধ্যায় বাড়িতে ফিরে না আসায় বিভিন্ন জায়গায় খোজাখুজি করে তামিমকে না পেয়ে মসজিদের মাইকে নিখোঁজের খবর প্রচার করা হয়।
গতকাল শুক্রবার লাখোহাটি মাধ্যমিক বিদ্যালয়ের পশ্চিম পাশে রুস্তমের ঘরের পাশে ডোবার ভেতরে হাত পা ও মুখে কাপড় দিয়ে বাঁধা অবস্থায় মরদেহ ভেসে ওঠে। স্থায়ীয় বাসীন্দারা ভাসমান মরদেহ দেখে তাৎক্ষণিক দিঘলিয়া থানা পুলিশকে খবর দেয়। দিঘলিয়া থানা পুলিশ সহ- খুলনা সি.আই.ডি, পি বি আই ঘটনাস্থ পরিদর্শন করে।
মরদেহ ডোবা থেকে উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ময়নাতদন্তের জন্য প্রেরণ করা হয়। দিঘলিয়া থানায় অফিসার ইনচার্জ আহসান উল্লাহ চৌধুরী বলেন, শিশু তামিমের মৃত্যু রহস্যে উদ্ঘাটনের চেষ্টা চলছে। এখনো পর্যন্ত কাউকে আটক করা হয়নি। এ প্রতিবেদন লেখা পর্যন্ত থানায় মামলা হয়নি।
একুশে সংবাদ/ ওয়া.রা /এস
আপনার মতামত লিখুন :