মেহেরপুরের গাংনীর দেবীপুরে কয়েলের আগুনে গোয়াল ঘরে থাকা ছাগল সহ বিভিন্ন জিনিস পুড়ে ভস্মীভূত হয়ে গেছে।ঘটনা স্থলেই দুটি ছাগল পুড়ে মারা গেছে আরও দুটি ছাগল মারাত্মক জখম হয়েছে।
শুক্রবার আনুমানিক রাত সাড়ে তিন টার সময় এই অগ্নিকান্ডের ঘটনা ঘটে।স্থানীয়রা জানান, রাতে লোকজনের হৈচৈ শুনে বেরিয়ে দেখি রোকনুজ্জামান (উকলুছ) এর গোয়ালঘরে আগুন লেগেছে।আগুনে চারটি ছাগল সহ সবকিছু পুড়ে গেছে।ঘটনা স্থলেই দুটি ছাগল মারা গেছে আর দুটির অবস্থাও খুব খারাপ। ধারনা করা হচ্ছে গোয়ালে থাকা বিভিন্ন জিনিস সহ প্রায় ৬০ হাজার টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।
স্থানীয় বাসিন্দা আবু কায়সার স্বপন বলেন, কয়েলের আগুন থেকে গোয়াল ঘরে আগুনের সূত্রপাত ঘটে, ঘরে থাকা ছাগল সহ বিভিন্ন জিনিস পুড়ে যায়। রোকনুজ্জামান উকলুছ দিন আনে দিন খায়।সে খুব কষ্ট করে সংসার চালায়।রোকনুজ্জামানের ছেলে শিমুল বলেন, আমি হঠাৎ রাতে উঠে দেখি আগুন লেগেছে তখন আনুমানিক রাত সাড়ে তিনটা বাজে।আমার হৈচৈ শুনে এলাকাবাসী এগিয়ে এসে আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করে,পরে ফায়ার সার্ভিস এসে সম্পূর্ণ আগুন নিয়ন্ত্রণে আনে। আমার গোয়ালে চারটি ছাগল ছিল, দুটি ছাগল পুড়ে মারা গেছে আরও দুটি ছাগল মারাত্মক জখম হয়েছে হইতো বাঁচবে না।গোয়ালে অনেক জিনিসপত্র ছিল সবকিছু মিলে প্রায় ৬০ হাজার টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। আমরা গরীব মানুষ আমরা ছোট স্বপ্ন দেখি, কয়েলের আগুনে আমার ছোট স্বপ্নটুকু পুড়ে গেছে।
গাংনী উপজেলা নির্বাহি অফিসার আর এম সেলিম শাহনেওয়াজ বলেন, আমাদের কাছে এ ব্যাপারে দরখাস্ত দেওয়া হলে সরকারিভাবে যতটুক সহযোগিতা করার আমরা করবো।
একশে সংবাদ/ হা.জ /এস
আপনার মতামত লিখুন :