ঢাকা মঙ্গলবার, ১৬ মার্চ, ২০২১, ২ চৈত্র ১৪২৭

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad
Janata Bank
Rupalibank

নির্বাচনী সহিংসতায় সৈয়দপুরে নিহত ১


Ekushey Sangbad
নিজস্ব প্রতিবেদক
০৪:০৭ পিএম, ২৮ ফেব্রুয়ারি, ২০২১
নির্বাচনী সহিংসতায় সৈয়দপুরে নিহত ১

সৈয়দপুর পৌরসভা নির্বাচনে সহিংসতায় ঘটনায় একজন নিহত হয়েছেন। ওই ব্যক্তির নাম ছোটন অধিকারী (৫৪)। তিনি শহরের ৫নং ওয়ার্ডে মহিলা কলেজ কেন্দ্রে কাউন্সিলর প্রার্থী নজরুল ইসলাম রয়েলের (ব্রিজ প্রতীক) কর্মী ছিলেন।

প্রত্যক্ষদর্শীরা জানান, মহিলা কলেজ কেন্দ্রের সামনে হঠাৎ দুপুর ১২টার দিকে প্রতিদ্বন্দ্বী কাউন্সিলর প্রার্থীদের কয়েক জনকর্মী বিবাদে জড়িয়ে পড়েন। ওই কেন্দ্রে নিজেদের প্রাধান্য বিস্তার করতে তারা হাতাহাতি ও মারামারিতে জড়িয়ে পড়েন। এ সময় ছোটন অধিকারীর ওপর হামলে পড়েন কাউন্সিলর প্রার্থী মাদেদুর রহমান (উটপাখি) ও আকতার হোসেনের (পাঞ্জাবি) লোকজন। এক অবস্থায় মাটিতে পড়ে যান তিনি। তাকে উদ্ধার করতে গিয়ে আহত হন আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সৈয়দপুর উপজেলা শাখার সভাপতি আজম আলী সরকার। 

দুজনকেই সৈয়দপুর ১০০ শয্যাবিশিষ্ট সরকারি হাসপাতালে নেওয়া হয়। ছোটন অধিকারীকে মৃত ঘোষণা করেন কর্তব্যরত চিকিৎসক। আজম আলী সরকারকে ওই হাসপাতালে ভর্তি করা হয়েছে।

এ নিয়ে সৈয়দপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল হাসনাত খান বলেন, নির্বাচনী সহিংসতায় মৃত্যুর ঘটনাটি তদন্ত করে দেখা হচ্ছে।

একুশেসংবাদ/অমৃ