ঢাকা মঙ্গলবার, ১৬ মার্চ, ২০২১, ২ চৈত্র ১৪২৭

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad
Janata Bank
Rupalibank

জেলের হাতে প্রায় ৩ মণ ওজনের একটি মাছ!


Ekushey Sangbad
নিজস্ব প্রতিবেদক
০৫:১২ পিএম, ২৮ ফেব্রুয়ারি, ২০২১
জেলের হাতে প্রায় ৩ মণ ওজনের একটি মাছ!

জামালপুর জেলার দেওয়ানগঞ্জ উপজেলার বাহাদুরাবাদ নৌ থানা পয়েন্টে যমুনা নদীতে জেলেদের জালে ১১০ কেজি ওজনের বিশাল এক বাঘাইড় ধরা পড়েছে। গতকাল শনিবার বিকেল আনুমানিক ৫টার দিকে স্থানীয় জেলেদের জালে ধরা পড়ে মাছটি। 

পরে স্থানীয় মাছ ব্যবসায়ী সহিদুর রহমান ১১০০ টাকা কেজি দরে ১ লাখ ২১ হাজার টাকা দিয়ে মাছটি কিনে নেন। 

মাছ ব্যবসায়ী সহিদুর রহমান জানান, আমি ১১০০ টাকা কেজি দরে মাছটি ক্রয় করে নিয়েছি এখন মাছটি পুল্যাকান্দী ব্রহ্মপুত্র নদীতে বেঁধে রেখেছি। বড় আকারের মাছ হওয়ায় ক্রেতা খুঁজে পাওয়া যাচ্ছে না। ১৫০০ টাকা কেজি দরে কেউ ক্রয় করতে চাইলে মাছটি বিক্রি করব বলে আশা করছি।

উপজেলা মৎস্য কর্মকর্তা শফিউল আলম জানান, এই মাছটি গভীর পানির মাছ। আবহমানকাল থেকেই যমুনা ও তৎসংলগ্ন নদীতে মাঝে মাঝেই এ মাছ দেখতে পাওয়া যায়।

একুশেসংবাদ/অমৃ