ঢাকা মঙ্গলবার, ১৬ মার্চ, ২০২১, ২ চৈত্র ১৪২৭

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad
Janata Bank
Rupalibank

আমতলী দু’পক্ষের পাল্টাপাল্টি সংর্ঘষে আহত ১৫


Ekushey Sangbad
আমতলী (বরগুনা) প্রতিনিধি
০৫:১৭ পিএম, ১ মার্চ, ২০২১
আমতলী দু’পক্ষের পাল্টাপাল্টি সংর্ঘষে আহত ১৫

বরগুনার আমতলী উপজেলা পরিষদের মাসিক সমন্বয় সভা পন্ড হয়েছে । আওমীলীগের দু’পক্ষের মধ্যে পাল্টাপাল্টি সংর্ঘষে আহত হয়েছে ১৫ জন। 

স্থানীয় ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানাগেছে, সোমবার সকাল ১১টায় আমতলী উপজেলা পরিষদের মাসিক সমন্বয় সভা উপজেলা পরিষদ মিলনায়তনে ধার্য ছিল। সমন্বয় সভায় পরিষদের অন্যান্য সদস্যবৃন্দ যথা সময়ে উপস্থিত হলে বেলা ১২টার দিকে উপজেলা চেয়ারম্যান গোলাম সরোয়ার ফোরকান ৫ শতাধিক মোটর সাইকেল শোভাযাত্রা সহকারে পরিষদ চত্ত্বরে উপস্থিত হন। এ সময়ে উপজেলা চেয়ারম্যান ফোরকানের পক্ষে ও আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও পৌর মেয়র মোঃ মতিয়ার রহমান এর সমর্থককরা স্লোগান ও পাল্টাপাল্টি স্লোগান উত্তেজনার সৃষ্টি হয়। এক পর্যায়ে উভয় পক্ষের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়া ও ইট পাটকেল নিক্ষেপ শুরু হয়। 

পুলিশ এসে লাঠি চার্জ করে পরিস্থিতি নিয়ন্ত্রনে নিয়ে আসে। ১০টি মোটর সাইকেল ভাংচুর ও সিরাজ পঞ্চায়েত (৪০), জাহাঙ্গীর (৩৫), জহিরুলসহ (৩৪) উভয় পক্ষের ১৫ জন আহত হয়।

উল্লেখ্য, গত ২১ এপ্রিল ঋণ খেলাপীর দায়ে চেয়ারম্যানের পদ থেকে অব্যাহতি দেয়ার জন্য প্রতিদ্বন্দ্বী অপর প্রার্থী সামসুদ্দিন আহম্মেদ ছজু বরগুনা নির্বাচন ট্রাইব্যুনালে মামলা দায়ের করেন। গত ১৮ ফেব্রুয়ারী ট্রাইব্যুনাল এক আদেশে আলহাজ্ব গোলাম সরোয়ার ফোরকানকে আমতলী উপজেলার পরিষদের চেয়ারম্যান পদ থেকে অব্যাহতি দিয়ে প্রতিদ্বন্ধি প্রার্থী সামসুদ্দিন আহম্মেদ ছজুকে আমতলী উপজেলা চেয়ারম্যান হিসেবে ঘোষণা করেন এবং ১৫ কর্মদিবসের মধ্যে নির্বাচন কমিশনকে গেজেট প্রকাশের নির্দেশ প্রদান করেছেন। গোলাম সরোয়ার ফোরকানকে উক্ত রায়ের বিরুদ্ধে বরগুনা জেলা দায়রা জজ আদালতে আবেদন করলে ২৮ ফেব্রুয়ারী তিন মাসের জন্য স্থগিতাদেশ প্রদান করেন। 


আমতলী উপজেলা নির্বাহী অফিসার মোঃ আসাদুজ্জামান বলেন, করোনা সংকটের কারনে অনেক দিন যাবৎ সমন্বয় সভা অনুষ্ঠিত হচ্ছে না।  আজ সমন্বয় সভা হওয়ার কথা ছিল   সংর্ঘষের কারনে আজকের সভাটি পন্ড হয়ে গেছে। 

উপজেলা আওয়ামীলীগ সাধারণ সম্পাদক পৌর মেয়র মোঃ মতিয়ার রহমান বলেন, আমি ও ইউপি চেয়ারম্যানসহ অন্যান্য সদস্যরা নির্ধারিত মাসিক সমন্বয় সভায় যোগদান করার জন্য উপজেলা পরিষদ মিলনায়নে উপস্থিত হই। এ সময় উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব গোলাম সরোয়ার ফোরকান তার ছোট ভাই পটুয়াখালী জেলা যুবদলের সভাপতি মনিরুল ইসলাম লিটনের নেতৃত্বে ছাত্রদল, যুবদলের নেতা-কর্মীদের নিয়ে মোটর সাইকেল শোভাযাত্রা করে উপজেলা পরিষদে আসেন। এ সময় উপজেলা আওয়ামীলীগের নেতাকর্মীদের উদ্দেশ্য করে উচকানিমূলক কথাবার্তা বলে। এ ঘটনার প্রতিবাদ করতে গিয়ে সংর্ঘষের ঘটনায় চেয়ারম্যান সমর্থক ৬ জন কর্মী আহত হয়েছে।  

উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব গোলাম সরোয়ার ফোরকান মুঠোফোনে বলেন, আজকে উপজেলা পরিষদের কোন মাসিক সমন্বয় সভা ছিলো না। আমার সাথে পটুয়াখালী জেলা আওয়ামীলীগের কোষাধ্যক্ষ ও দুইজন সদস্য ছিলো। তাছাড়া গ্রাম-গঞ্জ থেকে সমর্থকরা আমার সাথে দেখা করতে এসেছিলো। তাদেরকে নিয়ে আমি আমার অফিসে গিয়েছি। চেয়ারম্যান গ্রুপরা আমার ৯ কর্মীকে মারধর করেছে। এদের মধ্যে ৩ জন হাসপাতালে ভর্তি আছে। ৮/১০টি মোটর সাইকেল ভাংচুর করেছে।

অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) এসএম তারেক রহমান বলেন, পরিস্থিতি নিয়ন্ত্রনে রয়েছে। পৌর শহরে বিভিন্ন পয়েন্টে ডিবিসহ অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। 

একুশে সংবাদ/ সা.খ /এস