ঢাকা মঙ্গলবার, ১৬ মার্চ, ২০২১, ২ চৈত্র ১৪২৭

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad
Janata Bank
Rupalibank

কিশোরগঞ্জে পতাকা মিছিল


Ekushey Sangbad
কটিয়াদী (কিশোরগঞ্জ) প্রতিনিধি
০৪:০০ পিএম, ২ মার্চ, ২০২১
কিশোরগঞ্জে পতাকা মিছিল

স্বাধীনতার রজত জয়ন্তী উপলক্ষে স্বাধীনতার মাসে শোষণ ও দুর্নীতিমুক্ত অসাম্প্রদায়িক সোনার বাংলা তোলার প্রত্যয়ে কিশোরগঞ্জে পতাকা মিছিল অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (১ মার্চ) বিকালে জেলা সম্মিলিত সামাজিক আন্দোলন এর উদ্যোগে শহরের বত্রিশ থেকে মিছিলটি বের করা হয়।

পরে মিছিলটি শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে আখড়াবাজার সেতু সংলগ্ন শহীদ সৈয়দ নজরুল ইসলাম চত্বরে গিয়ে আলোচনা সভায় মিলিত হয়।

আলোচনা সভায় সভাপতিত্ব করেন জেলা সম্মিলিত সামাজিক আন্দোলন এর সভাপতি সিনিয়র আইনজীবী অশোক সরকার।

খায়রুজ্জামান রবিনের সঞ্চালনায় এতে আলোচনায় অংশ নেন বীর মুক্তিযোদ্ধা হাবিবুর রহমান মুক্তু, মনোরঞ্জন তালুকদার, অধ্যাপক আবুল কাশেম, জেলা উদীচীর সাধারণ সম্পাদক স্বপন কুমার বর্মণ প্রমুখ।

বক্তাগণ অসাম্প্রদায়িক চেতনায় বাংলাদেশ বিনির্মাণে দলমত নির্বিশেষে সকলকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়ে শোষণ ও দুর্নীতিমুক্ত দেশ গড়ার প্রত্যয় ব্যক্ত করেন।

প্রসঙ্গত, পাকিস্তানি শাসকগোষ্ঠীর শোষণ, অন্যায়, অত্যাচার, অবিচারের বিরুদ্ধে তৎকালীন ডাকসু নেতাদের উদ্যোগে ১৯৭১ সালের ২ মার্চ সাড়া দিয়েছিলেন আমজনতা। প্রকৃতপক্ষে সেদিনের পতাকা উত্তোলনের মধ্য দিয়েই বাঙালি ছাত্র-জনতা স্বাধীনতা সংগ্রামের অগ্নিমন্ত্রে উজ্জীবিত হয় এবং স্বাধীনতা অর্জনের পথে যাত্রা শুরু করে।

পতাকা উত্তোলনই জানান দেয় স্বাধীন বাংলাদেশের বিকল্প নেই। দীর্ঘ ৯ মাসের বহু ত্যাগ, রক্তের বিনিময়ে স্বাধীন সার্বভৌম বাংলাদেশের অভ্যুদয় ঘটে। স্বাধীনতা সংগ্রামের ৯ মাস এই পতাকাই বিবেচিত হয় আমাদের জাতীয় পতাকা হিসেবে।

একুশে সংবাদ/ মোফ.স /এস