বরগুনার আমতলীতে একটি ধর্ষণ মামলার স্বাক্ষীকে মারধোর ও হুমকি প্রদর্শনের করায় জীবনের নিরাপত্তার চেয়ে আইন শৃঙ্খলা বাহিনীর সহযোগিতা ও হস্তক্ষেপ কামনা করেছেন উপজেলার মধ্য আমতলী (কাশমির) গ্রামের মৃতঃ মোছলেম খানের পুত্র নিজাম খাঁন।
আজ (মঙ্গলবার) সকাল ১০টায় আমতলী সাংবাদিক ক্লাব কার্যালয়ে সংবাদ সম্মেলন করে ভূক্তভোগী নিজাম খান তার লিখিত বক্তব্যে বলেন, তিনি জিআর ৩৩৮/১৮ (আম) মধ্য আমতলী গ্রামের একটি কিশোরী ধর্ষণ মামলার স্বাক্ষী। মামলাটি বরগুনা নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালে স্বাক্ষ্য গ্রহণ চলমান আছে ও পরবর্তী তারিখ থেকে স্বাক্ষ্য গ্রহণ শুরু হবে।
ওই ধর্ষণ মামলার আসামী ধর্ষক মালেক খান, তার বড় ভাই মাদকসেবী মোয়াজ্জেম হোসেন খান তাকে স্বাক্ষ্য দিতে ভয়ভীতি প্রর্দশন করেন। স্বাক্ষ্য দিলে খুন-জখম ও বাড়ী ছাড়া করার হুমকিও প্রদান করেন। হুমকির এক পর্যায়ে গত জানুয়ারী রোজ শনিবার ধর্ষণ মামলার আসামী মালেক খানের বড় ভাই উপজেলা স্বেচ্ছাসেবকলীগ সভাপতি মোয়াজ্জেম হোসেন খানের নেতৃত্বে তার ভাই ধর্ষক মালেক খান, ভাই সেলিম খান, ভাইয়ের ছেলে জাফর খান, ভাগিনা সাইদুল, চাচাতো ভাগিনা শফিক গাজীসহ একদল সন্ত্রাসী তার বসতঘরে জোরপূর্বক ঢুকে তাকে মারধর করে ধাড়ালো অস্ত্র দিয়ে কুপিয়ে মাথায় হাড়কাটা জখম করে দু’হাত ভেঙ্গে দেয়। এসময় নিজাম খানের সাথে থাকা নগদ ৩১ হাজার টাকা, ১টি মোবাইল সেট, নিজামের মেয়ের গলায় থাকা স্বর্ণের চেইন, কানের দুল ছিনিয়ে নিয়ে যায়। সন্ত্রাসীরা নিজামের স্ত্রী ও মেয়েকেও মারধর করে তাদের শ্লীলতাহানি ঘটায় বলে তিনি অভিযোগ করেন।
তিনি বক্তব্যে আরো বলেন, ওই দিন সংবাদ পেয়ে আমতলী থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে সন্ত্রাসীদের হাত থেকে তাকে উদ্ধার করে আমতলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এনে ভর্তি করেন। ওই হাসপাতালে ১০ দিন চিকিৎসার পর তার শারিরীক অবস্থা উন্নিত না হওয়ায় চিকিৎসকরা তাকে বরিশাল শেরে বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন। সেখান চিকিৎসা শেষে একটু সুস্থ্য হয়ে গত ২১/০২/২০২১ইং মাদকসেবী মোয়াজ্জেম হোসেন খান, ধর্ষক মালেক খান, সন্ত্রাসী জাফর খান, শফিক গাজী, সাইদুল আকন, সেলিম খানসহ ৯ জনের বিরুদ্ধে আমতলী থানায় একটি মামলা দায়ের করেন। মামলা দায়ের করার পরে মামলার আসামীরা প্রকাশ্য ঘোরাফেরা করে এ মামলা প্রত্যাহার করার জন্য ভূক্তভোগী নিজামের পরিবারের সদস্যদের প্রতিনিয়ত খুন-জখম ও বাড়ী ছাড়া করার হুমকি প্রদানসহ বিভিন্ন প্রকার ভয়ভীতি দেখিয়ে বেড়াচ্ছে। বর্তমানে তিনি ও তার পরিবারের সদস্যদের নিয়ে চরম নিরাপত্তাহীনতায় ভূগতেছেন বলে তিনি সংবাদ সম্মেলনে দাবী করেন।
সংবাদ সম্মেলনে নিজাম আরো বলেন, এই মামলাটি ভিন্ন খাতে নেওয়ার জন্য মোয়াজ্জেম খান রাজনৈতিক পরিচয় ব্যবহার করার চেষ্টা করতেছেন। এমতাবস্থায় সন্ত্রাসীদের অতি দ্রুত গ্রেফতার পূর্বক ন্যায় বিচার পাইতে পারি তাহার জন্য পুলিশ সুপার ও মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী মহোদয়সহ আইন প্রয়োগকারী সংস্থার কাছে আশু ব্যবস্থা গ্রহণের দাবী জানান নিজাম ও তার পরিবারের সদস্যরা।
সাংবাদিক সম্মেলনে ভূক্তভোগী নিজামের স্ত্রী মোসাঃ তাসলিমা বেগম ও কন্যা মাসুমা আক্তার উপস্থিত ছিলেন।
একুশে সংবাদ/ সা.খ /এস
আপনার মতামত লিখুন :