ঢাকা মঙ্গলবার, ১৬ মার্চ, ২০২১, ২ চৈত্র ১৪২৭

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad
Janata Bank
Rupalibank

শিবচরের ১৩ ইউনিয়ন নির্বাচনের তফসিল ঘোষনা


Ekushey Sangbad
শিবচর (মাদারীপুর) প্রতিনিধি
১০:০০ এএম, ৪ মার্চ, ২০২১
শিবচরের ১৩ ইউনিয়ন নির্বাচনের তফসিল ঘোষনা

আগামী ১১ এপ্রিল শিবচরের ১৩ ইউনিয়ন পরিষদসহ দেশের ৩৭১টি ইউনিয়ন পরিষদে (ইউপি) ও ১১টি পৌরসভায় ষষ্ঠধাপে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।

শিবচরের ১৩ ইউনিয়ন পরিষদগুলো হলো: 

শিবচর,পাচ্চর,মাদবরেরচর,কুতুবপুর,কাদিরপুর,দ্বিতীয়খন্ড,ভান্ডারীকান্দি,বাশকান্দি,বহেরাতলা উত্তর, বহেরাতলা দক্ষিন,নিলখী,শিরুয়াইল ও দত্তপাড়া।

বুধবার (৩ মার্চ) নির্বাচন ভবনে ৭৭ তম কমিশন সভা শেষে এ তফসিল ঘোষণা করেন নির্বাচন কমিশন (ইসি) সচিব মো. হুমায়ুন কবীর খোন্দকার।

তিনি বলেন, এসব নির্বাচনে মনোনয়নপত্র দাখিলের শেষসময় ১৮ মার্চ, মনোনয়পত্র বাছাই ১৯ মার্চ, প্রার্থিতা প্রত্যাহার ২৪ মার্চ। আর ভোটগ্রহণ ১১ এপ্রিল। এর মধ্যে ৩০টি ইউপি ও ১১ টি পৌরসভায় ইলেকট্রনিক ভোটিং মেশিনে (ইভিএম) ভোট নেওয়া হবে।

ষষ্ঠ ধাপে যে পৌরসভাগুলোয় ভোট হবে, সেগুলো হলো- ঝালকাঠি, লাঙ্গলকোট, ভাঙ্গা, চকরিয়া, সোনাগজী, কবিরহাট, মহেশখালী, সেতাবগঞ্জ, দেবীগঞ্জ, যশোর সদর পৌরসভা ও অভয়নগরের নোয়াপাড়া পৌরসভা।

পূর্বঘোষিত ৩২৩টি ইউপির সঙ্গে নতুন করে অর্ধশত ইউপি যোগ হয়েছে।

একুশে সংবাদ / দে.হ /এস