ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে খাটিয়ায় রিকশার ধাক্কা লাগার ঘটনা ঘটেছে মঙ্গলবার। ওই ঘটনার জেরে বুধবার দুই পক্ষের সংঘর্ষে অন্তত ১০ জন আহত হয়েছেন।বুধবার সন্ধ্যা ৬টার দিকে উপজেলার পানিশ্বর ইউনিয়নের শাখাইতি গ্রামে এ সংঘর্ষের ঘটনা ঘটে। তবে সংবাদটি লেখা পর্যন্ত আহতদের সবার নাম জানা যায়নি। তাদেরকে সড়াইল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেয়া হচ্ছে।
আহতদের চারজন হলেন ওই গ্রামের লিমন, বিজয়, শাহীন ও তপু।
পুলিশ জানায়, মঙ্গলবার সন্ধ্যায় শাখাইতি গ্রামের এনায়েতের বাড়ির লোকজন একজনের মরদেহ গ্রামের কবরস্থানে দাফন করে খাটিয়া নিয়ে বাড়ি ফিরছিল। পথে ওই খাটিয়ার সঙ্গে একটি রিকশার ধাক্কা লাগে। রিকশাচালক আমির হোসেন একই গ্রামের আলালের বাড়ির। এ নিয়ে এনায়েতের বাড়ির লোকজনের সঙ্গে আমির হোসেনের কথা কাটাকাটি হয়। এর জেরে বুধবার সন্ধ্যায় এনায়েতের বাড়ি ও আলালের বাড়ির লোকজনের সংঘর্ষ হয়। এতে উভয় পক্ষের অন্তত ১০ জন আহত হয়েছেন।
এ বিষয়ে সরাইল থানা পুলিশের পরিদর্শক (তদন্ত) কবির হোসেন বলেন, পুলিশ ঘটনাস্থলে আসার আগেই পরিস্থিতি স্বাভাবিক হয়ে যায়। এ ঘটনায় এখনও কোনো অভিযোগ পাওয়া যায়নি।
একুশে সংবাদ/ এনা.খা /এস
আপনার মতামত লিখুন :