ঢাকা মঙ্গলবার, ১৬ মার্চ, ২০২১, ২ চৈত্র ১৪২৭

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad
Janata Bank
Rupalibank

মাদারীপুরে ব্যবসায়ীকে কোপাল দুর্বৃত্তরা


Ekushey Sangbad
মাদারীপুর প্রতিনিধি
১১:৩৬ এএম, ৪ মার্চ, ২০২১
মাদারীপুরে ব্যবসায়ীকে কোপাল দুর্বৃত্তরা

মাদারীপুরে হালান কাজী (৬০) নামে এক কাঠ ব্যবসায়ীকে কুপিয়ে আহত করেছে দুর্বৃত্তরা। গুরুতর অবস্থায় তাকে উদ্ধার করে জেলা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

বুধবার (৩ মার্চ) রাত ৮টার দিকে সদর উপজেলার লক্ষ্মীগঞ্জ এলাকায় এ ঘটনা ঘটে। আহত হালান কাজী নতুন মাদারীপুর গ্রামের হাশেম কাজীর ছেলে এবং শহরের বিসিক শিল্প নগরীর কাঠ ব্যবসায়ী।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, ব্যক্তিগত কাজ শেষে হেঁটে মাদারীপুর থেকে বাড়ি ফিরছিলেন ওই ব্যবসায়ী। লক্ষ্মীগঞ্জ এলাকায় আসলে আগে থেকে ওত পেতে থাকা দুর্বৃত্তরা তাকে এলোপাতাড়ি কোপাতে থাকে। হালানের চিৎকারে আশাপাশের লোকজন এগিয়ে এলে পালিয়ে যায় দুর্বৃত্তরা। পরে গুরুতর অবস্থায় তাকে উদ্ধার করে মাদারীপুর সদর হাসাপাতালে ভর্তি করা হয়। হালানের মাথায় ও হাতে ধারালো অস্ত্র দিয়ে কোপানোর ক্ষতচিহ্ন রয়েছে।

মাদারীপুর সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কামরুল ইসলাম জানান, খবর পেয়ে পুলিশ হাসপাতাল ও ঘটনাস্থল পরিদর্শন করেছে। হামলার কারণ উদঘাটনের পুলিশ মাঠে কাজ করছে।

প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে পূর্বশত্রুতার জেরে এই হামলার ঘটনা ঘটতে পারে।

একুশে সংবাদ/দে.হ /এস