ঢাকা মঙ্গলবার, ১৬ মার্চ, ২০২১, ২ চৈত্র ১৪২৭

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad
Janata Bank
Rupalibank

ডিমলায় কৃষি ঋণ বিষয়ে গনশুনানী


Ekushey Sangbad
জেলা প্রতিনিধি, নীলফামারী
০৭:০৯ পিএম, ৪ মার্চ, ২০২১
ডিমলায় কৃষি ঋণ বিষয়ে গনশুনানী

নীলফামারীর ডিমলায় স্থানীয় পর্যায়ে কৃষিতে আর্থিক সেবা প্রদান কারী ও গ্রহন কারী সমন্বয়ে কৃষি ঋণ বিষয়ে গনশুনানী অনুষ্ঠিত হয়েছে।বৃহস্পতিবার (৪ মার্চ)দুপুরে উপজেলা পরিষদ হলরুমে গণতান্ত্রিক সুশাসনের জনসম্পৃক্ত প্রতিষ্ঠানের অংশগ্রহণ প্রকল্প ইউরোপিয়ান ইউনিয়নের অর্থায়নে, অক্সফাম ইন বাংলাদেশ ও সিপিডির যৌথ সহযোগিতায় পল্লীশ্রীর আয়োজনে এই কৃষি ঋণ বিষয়ে গনশুনানী অনুষ্ঠিত হয়।

এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা জয়শ্রী রানী রায়।

জেলা নেটওয়ার্কের সভাপতি নাসিমা বেগমের সভাপতিত্বে ও পল্লীশ্রী রি-কল ২০২১ প্রকল্পের সমন্বয়কারী পুরান চন্দ্র বর্মণের সঞ্চালনায় এতে বক্তব্য দেন, উপজেলা ভাইস চেয়ারম্যান নিরেন্দ্রনাথ রায় নিরু, উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ সেকেন্দার আলী,পল্লী উন্নয়ন কর্মকর্তা (ইউআরডিও)রাজিউর রহমান রাজু, রুপালী ব্যাংক ডিমলা শাখার ব্যবস্থাপক মিলন রায়, ব্রাক ব্যাংক ডিমলা শাখার ব্যবস্থাপক এনাম আলী,আমার বাড়ি আমার খামারের সমন্বয়কারী ইমরুল কায়েস রুমি, খগাখড়িবাড়ী ইউপি চেয়ারম্যান রবিউল ইসলাম লিথন,ইউপি সদস্য জুয়েল হোসাইন রব্বু,জেলা নেটওয়ার্কের উপদেষ্টা সরওয়ার আলম মানিক, সাধারণ সম্পাদক মিজানুর রহমান লিটু, সহ-সভাপতি লুৎফর রহমান,সাংগঠনিক সম্পাদক নুর আলম, নির্বাহী সদস্য জাহানাজ বেগম ছবি ও মানবাধিকারকর্মী জাহানারা বেগম প্রমুখ।

শুনানীতে নিরীক্ষণ প্রতিবেদন উপস্থাপন করেন, উপজেলা যুব নেটওয়ার্কের সভাপতি ও সিবিও নেত্রী শিউলি বেগম এবং সিবিও নেত্রী শিল্পী বেগম।এ ছাড়াও শুনানীতে শিক্ষক, সাংবাদিক, বিভিন্ন সরকারি-বেসরকারি দপ্তরের প্রতিনিধি, ব্যাংকার, সামাজিক-স্বেচ্ছাসেবী সংগঠনের প্রতিনিধি,জনপ্রতিনিধিগণ।

ঋণ গ্রহীতা সিবিও নেত্রী-সদস্য উপস্থিত থাকলেও রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংক ডিমলা শাখার ব্যবস্থাপক পঙ্কজ কুমার সরকার উপস্থিত ছিলেন না।

একুশে সংবাদ/ ম.সু /এস