শাহজাদপুর তাত শিল্পের জন্য সারাদেশে বেশ সুনাম ও পরিচিতি আছে।শাহজাদপুরের তাত শিল্পকে বিশ্ব দরবারের নতুনভাবে তুলে ধরায় শাহজাদপুরে জান্নাত লোপাকে সংবর্ধনা দেওয়া প্রদান করা হয়েছে।
আজ(০8মার্চ) বৃহস্পতিবার সকালে সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলা পরিষদের শহিদ স্মৃতি সম্মেলন কক্ষে শাহজাদপুরের তাঁত শিল্পকে বাংলাদেশ ও বিশ্ব দরবারে তুলে ধরা ও পরিচিত করার জন্য women and e-commerc form (WE)এর সহযোগীতায় WE এর মেম্বার ও সাবস্ক্রাইবার ঐতিহ্যবাহী তাঁতবস্ত্র উৎপাদন ও বিপননকারী প্রতিষ্ঠান সোনার তরী'র স্বত্বাধিকারী জান্নাত লোপার নিজস্ব ডিজাইনের তাঁতের গামছাসহ সিরাজগঞ্জের ঐতিহ্যবাহী তাঁতবস্ত্র বাংলাদেশ ও বিশ্বদরবারে বাণিজ্যিকভাবে তুলে ধরার মধ্যমে ঐতিহ্যবাহী তাঁতশিল্প পুনরুজ্জীবিতকরণে বিশেষ অবদান রাখায় সোনার তরী'র স্বত্বাধিকারী শাহজাদপুরের কৃতী সন্তান জান্নাত লোপাকে সংবর্ধনা ও সম্মাননা প্রধান করেন শাহজাদপুরের ৫ টি সংগঠন।
উক্ত অনুষ্ঠানে সিরাজগঞ্জ জেলা তাঁত মালিক সমিতির সভাপতি বীরমুক্তিযোব্ধা আলহাজ্ব হায়দার আলী'র সভাপতিত্বে সম্মাননা কেষ্ট প্রধান করেন,শাহজাদপুর তাঁতবস্ত্র ব্যবসায়ী সমিতির সভাপতি মোঃ রফিকুল ইসলাম,শাহজাদপুর কাপড়ের হাট বস্ত্রব্যবসায়ী সমিতির সভাপতি মোঃ আলমাছ আনছারি, জাতীয় তাঁত শ্রমিক লীগের সভাপতি টিপু সুলতান,সাধারণ সম্পদাক আল-মাহমুদ প্রাং এসময় সাংবাদিক কোরবান আলী লাভলুর সঞ্চলনায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান প্রফেসর আজাদ রহমান,বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন উপজেলা পরিষদের ভাইস-চেয়ারম্যন মোঃ লিয়াকত আলী,শাহজাদপুর প্রেসক্লাবের সভাপতি বিমল কুমার কুন্ডু, প্রেসক্লাব শাহজাদপুরের সাধারণ সম্পদাক মোঃ ওমর ফারুক, শাহজাদপুর ইব্রাহিম পাইলট বালিকা উচ্চ বিদ্যালয় এর প্রধান শিক্ষক কামরুন্নাহার লাকি,কাউন্সিলর আবু শামীম সূর্য প্রমূখ।
একুশেসংবাদ/হান্নান/অমৃ
আপনার মতামত লিখুন :