মাদারীপুর জেলার শিবচরে পদ্মা সেতুর রেল সংযোগ প্রকল্পে ক্ষতিগ্রস্তদের হাতে চেক তুলে দিয়েছেন মাদারীপুর জেলা প্রশাসক ড. রহিমা খাতুন। বৃহস্পতিবার বিকেলে মাদারীপুরের শিবচর উপজেলা পরিষদের ইলিয়াস আহমেদ চৌধুরী মিলনাতয়নে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ক্ষতিগ্রস্তদের হাতে চেক তুলে দেন জেলা প্রশাসক। শিবচরে পদ্মা সেতুর রেল সংযোগ প্রকল্পের ক্ষতিগ্রস্তদের ক্ষতিপূরণ প্রদান করা হয়। প্রথম ধাপে ২৫জন ক্ষতিগ্রস্থদের মাঝে প্রায় ১০ কোটি টাকার বিতরণ করা হয়।
এসময় উপস্থিত ছিলেন- অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) সানজিদা খানম, শিবচর উপজেলা চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আঃ লতিফ মোল্লা, ভুমি অধিগ্রহণ কর্মকর্তা প্রমুখ রঞ্জন ঘটক, পাচ্চর ইউপি চেয়ারম্যান দেলোয়ার হোসেন হাওলাদার প্রমুখ।
একুশে সবাদ/ দে.হ /এস
আপনার মতামত লিখুন :