ঢাকা মঙ্গলবার, ১৬ মার্চ, ২০২১, ২ চৈত্র ১৪২৭

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad
Janata Bank
Rupalibank

সাতক্ষীরায় মেয়েকে ধর্ষণের অভিযোগে সৎ বাবা গ্রেপ্তার


Ekushey Sangbad
জেলা প্রতিনিধি ,  সাতক্ষীরা 
১১:০৩ এএম, ৫ মার্চ, ২০২১
সাতক্ষীরায় মেয়েকে ধর্ষণের অভিযোগে সৎ বাবা গ্রেপ্তার

সাতক্ষীরার পাটকেলঘাটা থানার জুসখোলা এলাকা থেকে ১২ বছর বয়সী মেয়েকে ধর্ষনের অভিযোগে সৎ বাবাকে গ্রেপ্তার করেছে পুলিশ। বৃহস্পতিবার ভোরে তাকে গ্রেপ্তার করা হয়। এরপর দুপুরে তাকে আদালতের মাধ্যমে জেলা হাজতে পাঠানো হয়।

গ্রেপ্তারকৃত ধর্ষকের নাম রফিকুল ইসলাম (৩৮)। তিনি সরুলিয়া ইউনিয়নের জুসখোলা গ্রামের তবারক সরদারের ছেলে। তিনি পেশায় একজন ইটভাটা শ্রমিক।

পাটকেলঘাটা থানার অফিসার ইনচার্জ (ওসি) কাজী ওয়াহিদ মুর্শেদ জানান, ১২ বছর আগে রফিকুল ইসলামের সঙ্গে তার স্ত্রীর ছাড়াছাড়ি হয়ে যায়। পরে তিনি আবার বিবাহ করেন। সেই পক্ষের দুটি কন্যা সন্তান রয়েছে। একটি কন্যা সন্তান পাবনাতে কাজ করে। অপরজন ১২ বছর বসয়ী ছোট মেয়েটি ঢাকায় কাজ করে। সম্প্রতি সে বাড়িতে আসার পর তার সৎ বাবা তাকে বিভিন্ন সময় যৌন হয়রানি করে।

তিনি আরো বলেন, গত ২১ ফেব্রুয়ারি সন্ধ্যায় মেয়েকে বাড়িতে একা পেয়ে তার সৎ বাবা তাকে ধর্ষন করে। পরে মেয়েটি এ ঘটনাটি তার মাকে জানালে তার মা বাদী হয়ে পাটকেলঘাটা থানায় তার (সৎ বাবার) বিরুদ্ধে ধর্ষনের অভিযোগে মামলা করেন। এ মামলায় ভোরে তাকে গ্রেফতার করা হয়।


একুশে সংবাদ/ সা.শু /এস