ঢাকা মঙ্গলবার, ১৬ মার্চ, ২০২১, ২ চৈত্র ১৪২৭

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad
Janata Bank
Rupalibank

শেখ হাসিনার জন্ম না হলে বাংলাদেশ উন্নত হতো না : হুইপ নূর-ই আলম


Ekushey Sangbad
শিবচর (মাদারীপুর) প্রতিনিধি
০৩:৩২ পিএম, ৫ মার্চ, ২০২১
শেখ হাসিনার জন্ম না হলে বাংলাদেশ উন্নত হতো না : হুইপ নূর-ই আলম

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্ম শত বার্ষিকী উপলক্ষে বঙ্গবন্ধু শেখ মুজিব ঢাকা ডিজিটাল ম্যারাথন দৌড় প্রতিযোগিতা মাদারীপুর পর্ব পদ্মা সেতুর টোল প্লাজায় অনুষ্ঠিত হয়েছে।
 
আজ শুক্রবার(৫ মার্চ) ম্যারাথন দৌড় প্রতিযোগিতার উদ্বোধন করেন জাতীয় সংসদের চিফ হুইপ নূর-ই-আলম চৌধুরী। 

মাদারীপুর জেলা প্রশাসনের আয়োজনে সেনা বাহিনীর ৯ পদাতিক ডিভিশন ও সাভার এরিয়া এর সার্বিক সহযোগিতায় ৫ টি গ্রুপে মাদারীপুর জেলার চারটি উপে প্রায় ৩ হাজার প্রতিযোগি ৫ কিলোমিটার দৌড়ে অংশগ্রহন করেন।

চিফ হুইপ নূর-ই আলম চৌধুরী উদ্বোধনী অনুষ্ঠানে বলেন, পদ্মা সেতুর টোল প্লাজায় ম্যারাথন আয়োজন করায় আমি আয়োজক দের ধন্যবাদ জানাচ্ছি। প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাহসী পদক্ষেপের কারনে পদ্মা সেতু শেষ পর্যায়ে রয়েছে। বঙ্গবন্ধুর জন্ম না হলে বাংলাদেশ স্বাধীন হতো না আর শেখ হাসিনার জন্ম না হলে বাংলাদেশ উন্নত বাংলাদেশ হতো না। যার নেতৃত্বে এই বাংলাদেশ আমরা পেয়েছি। সে শত বছর না সে সারাজীবন বাংলাদেশের মানুষের কাছে চীর স্মরনীয় হয়ে থাকবে। ইনশাল্লাহ জাতির পিতার অসমাপ্ত কাজ তার কন্যা জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে আমরা সম্পন্ন করে বঙ্গবন্ধুর সোনার বাংলা আমরা গড়ে তুলবো।

জানা গেছে, পদ্মাসেতুর জাজিরা পয়েন্টের টোলপ্লাজা থেকে দৌড় প্রতিযোগিতা শুরু হয়ে পাঁচ কিলোমিটার পথ গিয়ে ইউটার্ন হয়ে আবার টোল প্লাজায় এসে শেষ হয়। পরে পাঁচটি গ্রুপে ৩ জন করে বিজয়ী ১৫ জনকে পুরস্কার দেয়া হয়।

অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেনলে. কর্ণেল মো. ফারুক আহমেদ ভূঁইয়া (পিএসসি), অধিনায়ক ৮ বীর, ৯ম পদাতিক ডিভিশন, মাদারীপুর জেলা পরিষদের চেয়ারম্যান মুনির চৌধুরী, জেলা প্রশাসক ড. রহিমা খাতুন, শিবচর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ আসাদুজ্জামান। 


একুশে সংবাদ/ দে.হ /এস