ঢাকা মঙ্গলবার, ১৬ মার্চ, ২০২১, ২ চৈত্র ১৪২৭

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad
Janata Bank
Rupalibank

গাজীপুরে কারখানার গোডাউনে আগুন, শ্রমিকের মৃত্যু


Ekushey Sangbad
নিজস্ব প্রতিবেদক
০১:২৫ পিএম, ৬ মার্চ, ২০২১
গাজীপুরে কারখানার গোডাউনে আগুন, শ্রমিকের মৃত্যু

গাজীপুরে ঢাকা গার্মেন্টস এন্ড ওয়াশিং কারখানার গোডাউনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এসময় দগ্ধ হয়ে মাসুম শিকদার (২৩) নামে এক  শ্রমিক নিহত হয়েছেন। এসময় আহত হয়েছেন ২২ জন।

শনিবার সকাল সাড়ে ১০টার দিকে শ্রীপুর পৌরসভার দক্ষিণ ভাংনাহাটি এলাকার ওই কারখানার রাসায়নিক গোডাউনে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

নিহত শ্রমিক ঢাকা জেলার দোহার থানার চরকুসুমহাটি গ্রামের সূর্য শিকদারের ছেলে। তিনি কারখানার গোডাউনে ওয়েল্ডিং শ্রমিক হিসেবে কাজ করছিলেন।

শ্রীপুর ফায়ার সার্ভিসের উপসহকারী পরিচালক আব্দুল হামিদ জানান, সকালে কারখানার রাসায়নিক রাখার গোডাউনে আগুনের সূত্রপাত হয়। পরে সংবাদ পাওয়ার পর ফায়ার সার্ভিস ঘটনাস্থলে পৌঁছার আগেই কারখানার নিজস্ব উদ্যোগে আগুন নিয়ন্ত্রণ করা হয়।

নিহত ওই শ্রমিক কারখানার গোডাউনে ওয়েল্ডিং শ্রমিকের কাজ করছিলেন। সেখান থেকেই আগুনের সূত্রপাত বলে ধারণা করা হচ্ছে।

এ বিষয়ে জানতে চাইলে শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক কেএম নাজমুল আহসান বলেন, ‘অসুস্থ অবস্থায় আসা ১০ জনকে স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি নেওয়া হয়েছে। অন্তত ২০ জনকে প্রাথমিক চিকিৎসা দিয়ে ছেড়ে দেওয়া হয়েছে। এ ছাড়া, ১২ জনকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। প্রত্যেকে ধোঁয়ায় অসুস্থ হয়ে পড়েছেন। তাদের শ্বাস নিতে সমস্যা হচ্ছে।’

এদিকে, শ্রমিকরা অভিযোগ করেন, আগুন লাগার পরে বের হতে চাইলে কর্তৃপক্ষ গেট খুলে দিতে অস্বীকৃতি জানায়। শ্রমিক-কর্মচারীরা আগুন নেভাতে গিয়ে কেমিক্যালের গন্ধে অচেতন হয়ে পড়েন। এক পর্যায়ে শ্রমিকরা ভেঙে ফেলার চেষ্টা করলে কর্তৃপক্ষ গেট খুলে দিতে বাধ্য হয়।

শ্রীপুর থানার এসআই সাদেক মিয়া বলেন, কারখানার গোডাউন থেকে নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য গাজীপুর শহীদ তাজউদ্দিন আহমেদ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

এ ঘটনায় পুরো গোডাউনটি আগুনে পুড়ে যায়। তবে প্রাথমিকভাবে ক্ষয়ক্ষতির পরিমাণ নির্ধারণ করা যায়নি।

একুশেসংবাদ/অমৃ