বরগুনার আমতলীর ৬টি ইউনিয়ন পরিষদ নির্বাচন উপলক্ষে আওয়ামলীলীগ দলীয় প্রার্থী বাছাই করতে রবিবার সকাল ১০ টায় ১ নং গুলিশাখালী ইউনিয়ন আওয়ামীলীগের বিশেষ বর্ধিত সভাপতি ইউনিয়ন আওয়ামীলীগ সভাপতি আলহাজ্ব মো. নুরুল ইসলাম মিয়ার সভাপতিত্বে অনুষ্ঠিত হয়েছে।
বর্ধিত সভায় উপজেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাড এম এ কাদের মিয়া, সাধারন সম্পাদক পৌর মেয়র মো. মতিয়ার রহমান, জেলা আওয়ামীলীগ সহসভাপতি আলহাজ্ব মো. শাহজাহান কবির , উপজেলা আওয়ামীলীগ সহসভাপতি আলহাজ্ব মো. নুরুল ইসলাম মিযা, সহসভাপতি মো. মোতাহার উদ্দিন মৃধা, উপজেলা আওয়ামীরীগের সদস্য উপজেলা ,উপজেলা পরিষদ চেয়ারম্যাণ আলহাজ্ব গোলাম সরোয়ার ফোরকান, উপজেলা পরিষদ ভ্ইাস চেয়ারম্যান মো. মজিবুর রহমান আমতলী সদর ইউপি চেয়ারম্যান মো. মোতাহার উদ্দিন মৃধাসহ উপজেলা যুবলী সভাপতি ও সাধারণ সম্পাদক, ছাত্রলীগের সভাপতি ও সাধারণ সম্পাদকসহ আওয়ামী লীগের অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
নেতৃবৃন্দ দলের অভ্যন্তরীণ দ্বন্দ সংঘাত নিরসনসহ দলীয় ঐক্য সুদৃঢ়করণ,গঠনতন্ত্র মোতাবেক কাজ করা ও সরকারের উন্নয়নের চিত্র জনগণের কাছে তুলে ধরার আহবান জানান।
জনগণের আস্থা অর্জন ও নৌকার বিজয় নিশ্চিত করতে সকল নেতাকর্মীদের ঐক্যবদ্ধ হয়ে কাজ করার জন্য অহব্বান জানান উপস্থিত নেতৃবৃন্দ।
বর্ধিত সভায় দলীয় প্রার্থী বাছাইয়ের জন্য ইউনিয়ন কমিটির ৬৫ জন ওর্য়াড আওয়ামীলীগের ১৮ জন কাউন্সিলরা গোপন ভোট প্রদান করেন । ৮৩ জন ভোটারের মধ্যে বর্তমান চেয়ারম্যান আলহাজ্ব মো. নুরুল ইসলাম মিয়া সর্বাধিক ভোট পেয়ে প্রথম হন।
পৌর যুবলীগের সহসভাপতি অ্যাড: এইচ এম মনিরুল ইসলাম মনি দ্বিতীয় হন .উপজেলা যুবলীগের সাংগঠনিক সম্পাদক মো. আব্দুস সোবহান লিটন তৃতীয় হন ।
নির্বাচন কমিশন ঘোষিত আগামী ১১ এপ্রিল আমতলী ও ০৬টি ইউনিয়ন পরিষদে নির্বাচন অনুষ্ঠিত হবে। নির্বাচনে দলীয় প্রার্থী মনোনয়ন ঠিক করতে উপজেলা আওয়ামীগের সভাপতি অ্যাড : এম এ কাদের মিয়া ও সাধারন সম্পাদক পৌর মেয়র মো. মতিয়ার রহমানের তত্ত্ববধানে উপজেলা আওয়ামীলীগের সিদ্ধান্ত ও সভার মাধ্যমে প্রতিটি ইউনিয়নে বর্ধিত সভার মাধ্যমে দলীয় প্রার্থী বাছাই করে নৌকা প্রতীক দেয়ার জন্য কেন্দ্রীয় আওয়ামীলীগের দলীয় মনোনয়ন বোর্ডের কাছে নাম পাঠানো হবে বলে জানান।
একুশে সংবাদ/ সা.খ /এস
আপনার মতামত লিখুন :