বরগুনার আমতলীতে আজ যথাযোগ্য মর্যাদায় ঐতিহাসিক ৭ই মার্চ পালন করা হয়েছে। সকালে উপজেলা প্রশাসন স্বাধীনতার মহান স্থপতি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পন করেন উপজেলা নির্বাহী অফিসার মো. আসাদুজ্জামান ও সহকারী কমিশনার ভুমি নিশাত তামান্না, আমতলী থানার অফিসার ইনচার্জ মো. শাহ আলম হাওলাদার ।
আওয়ামী লীগ কার্যালয়ে জাতীয় পতাকা ও দলীয় পতাকা উত্তোলন করেন, উপজেলা আওয়ামীরীগের সাধারন সম্পাদক মো. মতিয়ার রহমান, পৌর আওয়ামীরীগের সভাপতি উপজেলা ভাইস চেয়ারম্যান মো. মজিবুর রহমান, উপজেলা যুবলীগ সভাপতি জি এম হাসানসহ উপজেলা আওয়ামীলীগ নেতৃবৃন্দ। পরে আমতলী পৌর চত্বরে স্বাধীনতার মহান স্থপতি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের মুরালে পুস্পস্তবক অর্পন করেন ।
এ ছাড়া আমতলী উপজেলা পরিষদ চত্বরে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রকৃতিতে ও মুক্তিযোদ্ধা সংসদ পুষ্পস্তবক অর্পণ করেন, আমতলী উপজেলা প্রশাসন,বীর মুক্তিযোদ্ধা, আমতলী উপজেলা আওয়ামী লীগ,বাংলাদেশ পুলিশ আমতলী থানা,উপজেলা পরিষদ, আমতলী পৌরসভা, আমতলী পৌর আওয়ামী লীগ, যুবলীগ,ছাত্রলীগ, শ্রমিক লীগ।
সকাল ১১ টায় আমতলী উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা প্রশাসনের উদ্যোগে ৭ই মার্চের ভাষন নিয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
আলোচনা সভায় বক্তব্য রাখেন আমতলী পৌরসভার মেয়র মো. মতিয়ার রহমান, উপজেলা নির্বাহী অফিসার মো. আসাদুজ্জামান, উপজেলা আওয়ামীলীগের সভাপতি এ্যাড: এম এ কাদের মিয়া ,উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান মো. মজিবুর রহমান, অফিসার ইনচার্জ মো. শাহআলম হাওলাদার, সাবেক ভাইস চেয়ারম্যান একেএম সামসুদ্দিন সানু , মহিলা ভাইস চেয়ারম্যান তামান্না আফরোজ মনিপ্রমুখ ।
একুশে সংবাদ/ সা.খ /এস
আপনার মতামত লিখুন :