ঢাকা মঙ্গলবার, ১৬ মার্চ, ২০২১, ২ চৈত্র ১৪২৭

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad
Janata Bank
Rupalibank

মদনে প্রতিপক্ষের আঘাতে নিহত ১


Ekushey Sangbad
মদন (নেত্রকোণা) প্রতিনিধি
০২:৩৮ পিএম, ৭ মার্চ, ২০২১
মদনে প্রতিপক্ষের আঘাতে নিহত ১

নেত্রকোনার মদনে পাওনা টাকা চাওয়াকে কেন্দ্র করে প্রতিপক্ষের আঘাতে মাসুদ (৩৫) নামে একজন নিহত হয়েছে। 

রবিবার (৭ মার্চ) ভোরে তিনি মদন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন অবস্থায় মারা যান।

নিহত মাসুদ মিয়া উপজেলার কাইটাইল ইউনিয়নের বাঁশরী গ্রামের ইজ্জত আলীর ছেলে।

নিহতের স্বজনদের বরাত দিয়ে পুলিশ জানায়, উপজেলার বাঁশরী গ্রামের তানভীরের নিকট মাসুদ মিয়ার সাড়ে ৬ হাজার টাকা পাওনা ছিল। শনিবার সন্ধ্যার পর তানভীরের নিকট পাওনা টাকা চাইতে গেলে কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে ‍তানভীর উত্তেজিত হয়ে সাথে থাকা লিমন, সুমনসহ মাসুদ মিয়াকে মুখে ও শরীরের বিভিন্ন অংশে কিল ঘুষি মারতে থাকে।

মারপিটের এক পর্যায়ে মাসুদ মিয়া মাটিতে পড়ে যায় এবং গুরুতর আহত। পরে তাকে স্থানীয়ভাবে প্রাথমিক চিকিৎসা করান। রাতে তাঁর শারীরিক অবস্থা অবনতি হলে রবিবার ভোর রাত্রে মদন উপজেলা স্বাস্থ্য কমেপ্লক্সে চিকিৎসার জন্য নিয়ে এলে চিকিৎসাধীন অবস্থায় ভোর ৫টার দিকে মারা যায়।বিষয়টি নিশ্চিত করেন মদন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের দায়িত্বরত চিকিৎসক ডাক্তার মারজান আক্তার রুজি।

মদন থানার ওসি মাসুদুজ্জামান জানান, মরদেহ ময়নাতদন্তের জন্য নেত্রকোনা জেলা সদর হাসপাতাল মর্গে প্রেরণ করা হবে। তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেয়া হবে। মামলা প্রক্রিয়াধীন।


একুশে সংবাদ/ সা.খ / এস