নেত্রকোনার মদনে নানা আয়োজনের মধ্য দিয়ে ঐতিহাসিক ৭ মার্চ উদযাপিত হয়েছে।
রবিবার (৭ মার্চ) সকালে জাতীয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে কার্যদিবস শুরু করেন।
বঙ্গবন্ধু শেখ মুজিব শতবর্ষ উপলক্ষে ঢাকা ম্যারাথন-২০২১ মদন সরকারি হাজী আব্দুল আজিজ খান কলেজ থেকে উচিতপুর পর্যন্ত অনুষ্ঠিত হয়।
সকাল দশটায় মুক্তিযোদ্ধা কমপ্লেক্স এ বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে উপজেলা প্রশাসন এর পক্ষে উপজেলা নির্বাহি কর্মকর্তা বুলবুল আহমেদ ও উপজেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা হাবিবুর রহমান মাস্টার, উপজেলা মুক্তিযোদ্ধা কাউন্সিল, উপজেলা আওয়ামী আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আব্দুল কুদ্দুস, উপজেলা যুবলীগের সভাপতি আনোয়ার সাদাত সানোয়ার ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ পুষ্পস্তবক অর্পণ করেন।
পুষ্পস্তবক অর্পণ শেষে মুক্তিযুদ্ধা মিলনায়তনে উপজেলা নির্বাহী কর্মকর্তা বুলবুল আহমেদের সভাপতিত্বে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সঞ্চালনা করেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবুল বাশার খান এখলাছ।
এসময় উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আব্দুল কুদ্দুস, উপজেলা আওয়ামী লীগের সহ সভাপতি ও জেলা পরিষদ সদস্য একেএম সাইফুল ইসলাম হান্নান, সহ-সভাপতি গোলাম মোস্তফা, সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার ও উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি বীর মুক্তিযোদ্ধা হেলাল উদ্দিন তালুকদার, শ্রমবিষয়ক সম্পাদক আব্দুল খালেক মেম্বার, সাবেক ডেপুটি কমান্ডার বীর মুক্তিযোদ্ধা গাজী ফেরদৌস, পৌর মুক্তিযোদ্ধা কমান্ডার এ কে এম শামসুল হক খসরু, যুবলীগের সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।
এসময় বক্তারা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ঐতিহাসিক ৭ই মার্চের ভাষণের বিভিন্ন দিক তুলে ধরেন এবং বাংলাদেশের স্বাধীনতা সংগ্রামে বঙ্গবন্ধুর অবদানের কথা কৃতজ্ঞচিত্তে স্মরণ করেন ।
একুশে সংবাদ/সা.খ /এস
আপনার মতামত লিখুন :