ঢাকা মঙ্গলবার, ১৬ মার্চ, ২০২১, ২ চৈত্র ১৪২৭

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad
Janata Bank
Rupalibank

শিবচর থানা পুলিশের ঐতিহাসিক ৭ই মার্চ উদযাপন 


Ekushey Sangbad
শিবচর (মাদারীপুর) প্রতিনিধি
০৯:৩৪ পিএম, ৭ মার্চ, ২০২১
শিবচর থানা পুলিশের ঐতিহাসিক ৭ই মার্চ উদযাপন 

বাংলাদেশ এলডিসি থেকে উন্নয়নশীল দেশে উত্তরণে জাতিসংঘের চুড়ান্তু সুপারিশ প্রাপ্তিতে সারা দেশের ন্যায় মাদারীপুরের শিবচর থানা পুলিশের আয়োজনে ৭ মার্চ রবিবার সন্ধ্যায় শিবচর পৌরসভার চৌধুরী ফিরোজা বেগম অডিটোরিয়ামে স্থানীয় জনপ্রতিনিধি সহ অসংখ্য মানুষের উপস্থিতিতে কেক কেটে আনন্দ উদযাপন করা হয়।

মাদারীপুরের সহকারী পুলিশ সুপার শিবচর সার্কলে আবির হোসেনের সার্বিক তত্বাবধায়ণে শিবচর থানার অফিসার ইনর্চাজ মোঃ মিরাজ হোসেনে সভাপতিত্বে ও শিবচর থানার ওসি (তদন্ত) আমির হোসের সঞ্চালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, শিবচর উপজেলা চেয়ারম্যান, আলহাজ্ব আব্দুল লতিফ মোল্লা, শিবচর উপজেলা নির্বাহী (ইউএনও) অফিসার আসাদুজ্জান, পৌর মেয়র আওলাদ হোসেন খান, ভাইস চেয়ারম্যান বিএম আতাউর রহমান, মহিলা ভাইস চেয়ারম্যান ফাহিমা আক্তার, পৌরসভার সাবেক পৌর প্রশাসক বীর মুক্তিযোদ্বা মোসলেম উদ্দিন খান,  উপজেলা আ.লীগের সভাপতি শাজাহান মোল্লা, সাধারণ সম্পাদক ডাঃ মোঃ সেলিম, উপজেলা যুব লীগের সাধারন সম্পাদক খায়রুজ্জামান খান, উপজেলা ছাত্র লীগের সভাপতি রাজিব ঢালী, সাধারণ সম্পাদক আসিফ মাদবর,পৌর ছাত্র লীগের সভাপতি হাবিব বেপারী সহ আরো অনেকে।

একুশে সংবাদ/দে.হো / এস